প্রত্যয় নিউজ ডেস্কঃ করোনাভাইরানের কারণে এ বছর বাতিল হয়ে গেছে ব্যালন ডি’অর। বর্ষসেরা মুকুট মাথায় উঠছে না কোনো তারকার মাথাতেই। পারফরম্যান্সের দিকে তাকালে এবার ব্যালন ডি অর পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন পোল্যান্ডের স্ট্রাইকার লেভান্ডোভস্কি।
তবে লেভান্ডোভস্কির সারা বছর যে ধারাবাহিকতা দেখিয়েছে তা নেইমার পারেনি। ৩৫ গোল করে বুন্দেসলিগায় সেরা গোলদাতা হয়েছেন তিনি। ডিএফবি পোকাল টুর্নামেন্টের শিরোপাও গেছে লেভান্ডোভস্কির ক্লাবে। এই মৌসুমে লেভান্ডোভস্কির পারফরম্যান্সের ধারে কাছেও কেউ ছিল না এমন কেউ নেই যে তার কাছাকাছি পারফরম করেছেন এমনটি মনে করেন বায়ার্নের কোচ।
বায়ার্নের জার্সিতে এখন পর্যন্ত ৪৬ ম্যাচ খেলে গোল করেছেন ৫৫টি। বুন্দেসলিগায় দলকে চ্যাম্পিয়ন করার পেছনে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এ ছাড়া দলকে নিয়ে এসেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। তার দাপটের ধারে কাছে এবার মেসি-রোনালদো নেই বলে মনে করেন ফ্রাঙ্কেল। মেসি ও রোনালদোকে বাদ দিলে সেরা খেলোয়াড়ের দৌড়ে বাকি ছিলেন আরেকজন, তিনি নেইমার।
ব্রাজিলিয়ান এই তারকার সঙ্গে তো গতকাল রাতেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দেখা হয়েই গেছে লেভান্ডোভস্কির। শেষ হাসি কে হেসেছেন এতক্ষণে নিশ্চয়ই জেনেও গেছেন। তবে ফ্রাঙ্কেলের চোখে ধারাবাহিক পারফরম্যান্সে এগিয়ে লেভান্ডোভস্কি নেইমারও বিশ্বমানের খেলোয়াড়।
ডিপিআর/ জাহিরুল মিলন