1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

ছবির মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ডের অবিশ্বাস্য কিছু তথ্য

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৪২৭ Time View
বিশ্বব্রহ্মাণ্ডের অবিশ্বাস্য কিছু তথ্য

প্রত্যয় নিউজ ডেস্ক: লন্ডনের রয়াল অবজারভেটরি প্রতি বছর বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে চমৎকার ছবি প্রকাশ করে। আর সাথে থাকে কিছু তথ্যও.. নিম্নে কয়েকটি উল্লেখ করা হল-

একটা গ্রহের জন্ম: ২০১৯ সালের মে মাসে চিলি থেকে ফটোগ্রাফার মার্টিন পুগ তার সিডিকে ১৭ টেলিস্কোপ দিয়ে ওপরে তাকিয়ে অবিশ্বাস্য এক ঘটনা দেখতে পান৷ তিনি দেখেন, একটি গ্রহের জন্ম হচ্ছে৷ এরপর অনেকবার পরিষ্কার আকাশের রাতে এই অস্ট্রেলিয়ান তথ্য সংগ্রহ করেন এবং আলোর যথাযথ পরিমাপ নেন৷ পরে ২৩ ঘণ্টা ধরে তিনি হাইড্রোজেন ঘূর্ণির এই ছবি তোলেন৷

ওপরে তাকালে কী দেখা যায়?

একজন মহাকাশবিজ্ঞানী ও ফটোগ্রাফারের শৈল্পিক সংযোগ ঘটলে কী হয় তা দেখা যায় এই ছবিতে৷ মহাকাশের মিল্কিওয়ের গ্যালাক্টিক কোরের এমন চমৎকার ছবিটি তুলেছেন জে ইভান্স৷ এই অজি তার দেশের লোহা ও ইস্পাত শিল্পের আইকনিক বিল্ডিং লিথগো ব্লাস্ট ফারনেসের ভেতর থেকে এই ছবিটি তুলেছেন একটি হাইরেজ্যুলেশন ক্যামেরা দিয়ে৷

শুক্রের গ্রাস

সেদিন চিলির ইএসও অবজারভেটরি থেকে সেদিন মহাকাশকে এমন পরিষ্কার দেখা যাচ্ছিল৷ জটিল একটি পদ্ধতি অনুসরণ করে ফটোগ্রাফার সেবাস্টিয়ান ভল্টমার এই ছবিটি তোলেন, যেখানে শুক্রকেও আলোকিত দেখাচ্ছে৷ এই একটি ছবি তৈরিতে তার মোট ৯৬টি ছবি লেগেছিল৷

লফোটেন দ্বীপের নর্দার্ন লাইটস

জার্মান ফটোগ্রাফার আন্ড্রিয়াস এটল নরওয়ের লফোটেন দ্বীপে এই ছবি তোলেন৷ আর্কটিক সার্কেলের নীচের এই জায়গাটি থেকে পৃথিবীর অন্যতম চমৎকার অরোরা বোরিয়ালিস দেখা যায়৷ তিনি এর নাম দিয়েছেন ‘হামনয় লাইটস’৷

ছায়াপথের সাম্যতার ছবি

ফটোগ্রাফার অ্যান্ডি কেসলি একটি অতি উচ্চক্ষমতার টেলিস্কোপ দিয়ে এই অতিপ্রাকৃতিক মুহূর্তটুকু তুলে এনেছেন৷ গেল বছরের গ্রীষ্মে চাঁদের পেছনে উকি দেয়া শনির ছবি তোলেন৷

লন্ডনের ওপরে চাঁদ

তিনটি ব্যর্থ চেষ্টার পর ব্রিটিশ ফটোগ্রাফার ম্যাথু ব্রাউনি লন্ডনের পূর্ণচন্দ্রিমার এই ছবিটি তোলেন৷ ব্যাটম্যান ছবির গোথাম শহরের আবেশ নিয়ে আসা ছবিটি তুলতে কয়েক মিনিট মাত্র সময় পান তিনি৷

আর্কটিকে রংয়ের খেলা

আর্কটিকের এই রঙ যে কোনো ফটোগ্রাফারের ক্যামেরাতেই অদ্ভুত সব মুহূর্ত উঠে আসে৷ কিন্তু বেন বুশ একে অন্য উচ্চতায় নিয়ে গেলেন এই ছবিটি তোলার মাধ্যমে৷ এর জন্য তাকে অবশ্য মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াসে আটলান্টিকের পাড়ে হাঁটু গেড়ে বসে থাকতে হয়েছে৷

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..