ডেস্ক রিপোর্ট :
মহামারী করোনা একদিকে যেমন মানুষের জীবন কেড়ে নিচ্ছে অপরদিকে জীবন বাঁচাতে পড়তে হচ্ছে খাদ্য সংকটে।দরিদ্র পীড়িত জেলা নেত্রকোনার অবস্থা সারা দেশের অন্যান্য জেলাগুলোর মতোই।তবে এ জেলার বেশিরভাগ মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করার কারণে অসহায় মানুষদের দূর্ভোগের শেষ নেই।এসকল আসহায় মানুষদের পাশে দাঁড়াতে নেত্রকোনা জেলার সামজিক,রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনিপেশার স্বচ্ছল ব্যাক্তিরা কাজ করে যাচ্ছেন।দুঃস্থ্য দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে যার যতটুকু সাধ্য তা নিয়েই সহযোগিতা করছেন।
তেমনি অসহায়-নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়াতে এবারে শখের বসে ক্যামেরাবন্দী করা রাখা নিজের সব থেকে প্রিয় ছবিগুলো বিক্রি করতে চাচ্ছেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী জয় সরকার।মফস্বলে বেড়ে ওঠা জয় নেত্রকোনার স্বনামধন্য বিদ্যাপীঠ আঞ্জুমান আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে ময়মনসিংহে চলে যান।শখের বসেই প্রকৃতির বিভিন্ন দৃশ্য ধারন করে রাখতেন তার প্রিয় ক্যামেরায়,কখনো বা হাতে থাকা মোবাইল ফোনটিতেই।বিভিন্ন সময়ে সেসকল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার পর বেশ প্রশংসা কুড়ানোর পাশাপাশি অনলাইন ভিত্তিক স্বীকৃতিও অর্জন করতে সক্ষম হয়েছে।
সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপে চারদিকে যখন নিম্ন আয়ের মানুষদের হাহাকার চলছে তখন চারকোল নামের একটি ফেইসবুক পেইজ থেকে তার ছবিগুলো বিক্রির উদ্দেশ্যে প্রকাশ করেন।
কথা প্রসংগে জয় সরকার বলেন,দেশের এই সংকটময় পরিস্থিতিতে শিক্ষার্থী হিসেবে মানুষের পাশে থাকা আমার দায়িত্ব।কিন্তু অসীম চাহিদার মাঝে সাধ্যহীন সাধ আমাকে হতাশা ছাড়া কিছুই দিতে পারেনি।তিনি বলেন আমি আমার শিল্পকর্মগুলো শুধু নিজের কাছেই রাখতে চেয়েছিলাম,আলোকচিত্র প্রদর্শনী ছাড়া এগুলো ব্যাবহার করার ইচ্ছা ছিল না।তবে এগুলো থেকে যদি কোন পরিবারে মুখে হাসিফুটে তবেই শিল্পের স্বার্থকতা মিলবে।তিনি সকলকে তার শিল্পকর্ম ক্রয় করে দরিদ্রদের সাহায্য করতে সহযোগিতা করার অনুরোধ জানান।
নেত্রকোনা জেলা ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক পার্থ প্রতিম সরকার বলেন নেত্রকোনাবাসীর এই দুঃসময়ে জয়ের এই উদ্দ্যোগ অনেক প্রশংসনীয়।তিনি সকলকে জয়ের পাশে দাঁড়ানোর আহবান জানান।এবং ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
জয়ের এই ছবিগুলো পাওয়া যাবে চারকোলের ফেইসবুক পেইজে,প্রতিটি ছবির মুল্য নির্ধারন করে দেয়া আছে।আগরহীরা যোগাযোগ করতে পারেন মুঠোফোনে অথবা মেইল বা ফেইসবুকে।বিকাশ একাউন্ট যুক্ত মোবাইল নম্বরঃ ০১৭১২৫২১৯২৯
মেইলঃ eity25@gmail.com pragatiart@gmail.com