ওয়েব ডেস্ক: জনগণ পাতানো নির্বাচন বয়কট করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার নগরীর চান্দগাঁও বাহির সিগনাল এলাকায় সরকার পতনের একদফা দাবি ও অসহযোগ আন্দোলনের সমর্থনে গণসংযোগ এবং লিফলেট বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।
শাহাদাত হোসেন বলেন, নির্বাচনের নামে দেশে এখন তামাশা চলছে। অবৈধ সরকারের গৃহপালিত নির্বাচন কমিশন (ইসি) আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করছে। নির্বাচন কমিশনাররা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চেয়ে এক ডিগ্রি বেশি কথা বলেন। তাদের হাছান মাহমুদের চাইতেও বেশি আওয়ামী অনুগত বলে মনে হয়।
তিনি আরও বলেন, কোন আসনে কে নির্বাচন করবে তাও ঠিক করে দিয়েছে কমিশন। যাকে রাখার দরকার তাকে রেখে বাকিদের মনোনয়ন বাতিল করেছে। এ রকম প্রহসনের নির্বাচন খেলা বন্ধ করুন। অবিলম্বে পদত্যাগ করুন। তা না হলে জনগণ আপনাদের ছাড়বে না। জনগণ পাতানো নির্বাচনের ফাঁদে পা দেবে না।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, সদস্য মাহবুবুল আলম, আনোয়ার হোসেন লিপু, মহানগর বিএনপির সাবেক আপ্যায়ন সম্পাদক আব্দুল আজিজ, চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়া, মহানগর বিএনপি নেতা জসিম উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আবু বক্কর রাজু।