দৈনিক প্রত্যয় ডেস্কঃ দাদার জন্মদিনে দিদির শুভেচ্ছা ৷ আজ 48 বছরে পা দেওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লিখলেন, ভারতীয় ক্রীড়া জগতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান অপরিসীম ৷
বুধবার সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সৌরভ ৷ একসময় জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া সৌরভের জনপ্রিয়তা অপরিসীম ৷ তাই সাধারণ অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্বরা ছাড়াও রাজনৈতিক জগতের মানুষরাও শুভেচ্ছা পাঠিয়েছেন তাঁকে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, “সৌরভ গাঙ্গুলিকে জন্মদিনের আন্তরিক অভিনন্দন। ক্রীড়া জগতে আপনার বিপুল অবদান। সুস্থ থাকুন, ভালো থাকুন।”
কলকাতার ‘মহারাজ’কে শুভেচ্ছা জানালেন শচীন তেণ্ডুলকর।
মাস্টার ব্লাস্টার বললেন, “আশা করি মাঠের বাইরেও ভাল জুটি বাঁধবে তুমি। ঠিক যেভাবে আমরা মাঠের ভিতরে জুটি বাঁধতাম। আগামী বছরটা ভাল কাটুক।” ভেরি ভেরি স্পেশ্যাল লক্ষণ সৌরভকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “তোমার জীবনে এই দিনটি বারবার ফিরুক। আরও সাফল্যের স্বাদ পাবে তুমি। আরও বেশি করে মানুষের ভালবাসা পাবে।”
একসময়ের সতীর্থ মহম্মদ কাইফ বলছেন, “অসাধারণ ব্যাটসম্যান থেকে দুর্দান্ত অধিনায়ক। আর এখন সার্বিকভাবে ভারতীয় ক্রিকেটের নেতৃত্বে। আমার প্রিয় অধিনায়ক এবং মেন্টরকে জন্মদিনের শুভেচ্ছা।” টিম ইন্ডিয়ার আরেক তারকা সুরেশ রায়না বলছেন, “শুভ জন্মদিন দাদা। আপনি ভারতীয় ক্রিকেটে বিপ্লব এনেছেন। একজন ক্রিকেটার হিসেবে এবং একজন অধিনায়ক হিসেবে আপনার অবদান মানুষ বহু বছর মনে রাখবে।” তবে ‘দাদা’র জন্মদিনে সবচেয়ে চমকপ্রদ শুভেচ্ছা সম্ভবত জানিয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ। তিনি বলছেন,”দাদা শুধুমাত্র স্টেপআউট করে ছক্কা হাঁকানো ছাড়া অন্য কোনও সময় চোখের পাতা পর্যন্ত ফেলেন না। ধন্যবাদ আমাকে শুরুর দিনগুলিতে সমর্থন করার জন্য।”
ডিপিআর/ জাহিরুল মিলন