চৌধুরী হারুন,রাঙামাটি ঃ– স্বাস্থ্য সেবা জনগনের কল্যানে পৌছে দিতে সরকারের পাশাপাশি ব্যক্তিগত ভাবে চিকিৎসকদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ২৯৯ আসনের এমপি, পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের প্রাক্তন প্রতিমন্ত্রী আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, দীপংকর তালুকদার ।
তিনি বলেন, চোখ এমন একটি শরীরের অঙ্গ- প্রত্যঙ্গ মূল্যায়ন আমরা সময় থাকতে করি না। সুযোগ ও সময় হারিয়ে যাওয়ার পর আমরা চোখের জন্য চিন্তা করি। তিনি শরীরের পাশাপাশি চোখের চিকিৎসাও নিয়মিত করার আহবান জানান।
রোববার সকালে বনরূপায় সোলায়মান চৌধুরীর নিজ বাসভবনে জবল ই -নুর চক্ষু চিকিৎসালয় এর শুভ উদ্বোধন করার সময়ে এসব কথা বলেন ।
রাঙামাটি পৌর আওয়ামী লীগের সভাপতি সোলাইমান চৌধুরী সার্বিক ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সফল জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী।
এতে আরো উপস্থিত ছিলেন প্রধান চিকিৎসক, চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল, চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডাক্তার শেখ মোহাম্মদ মুরাদ উপস্থিত ছিলেন। পরে রাঙামাটির বিভিন্ন এলাকার মানুষদেরকে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবার প্রদান করেন।