শেখ সাখাওয়াত হোসেন, পাবনা (জেলা) প্রতিনিধি:
কোরবানি ঈদকে সামনে রেখে জমজমাট বেচাকেনায় শেষ হয়েছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার সবচেয়ে বড় শরৎনগর পশুর হাট। ভাঙ্গুড়া উপজেলার সবচেয়ে বড় পশুর হাটে ক্রেতাদের ঢল নেমেছিল।
ঈদের আগে শেষ হাট হওয়ায় এ অঞ্চলের সবচেয়ে বড় এ পশুর হাটে গরু-ছাগলের বেচা-কেনা হয়। সাধারণ ক্রেতাদের পাশাপাশি হাটে ভিড় করেন বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতা-বিক্রেতারা।
হাটে এবার ভালো দাম পেয়ে খুশি স্থানীয় বিক্রেতা ও খামারিরা। দাম একটু চড়া হলেও পছন্দমতো গরু কিনতে পেরে সন্তোষ প্রকাশ করছেন ক্রেতারাও।
সরেজমিনে শনিবার (২৪ জুন) ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর পশুর হাটে গিয়ে দেখা গেছে, কোরবানি দিতে ইচ্ছুক ক্রেতারা হাটের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে-ফিরছেন সাধ্যের মধ্যে তাদের পছন্দের গরু কেনার জন্য। অধিকাংশ ক্রেতারা বাড়ি ফিরেছেন পছন্দমতো কোরবানির গরু কিনে।
শরৎনগর হাটে আসা ইন্জিনিয়ার মেহেদী হাসান, শরিফুল ইসলাম শরিফ, শেখ শফিউল্লাহ কাওছার, আব্দুল আহাদসহ বেশ কয়েকজন ক্রেতা জানান, হাটে পছন্দের গরুর অভাব ছিলো না। ঈদের আগে শেষ হাট হওয়ায় তারা গরু কিনেছেন। তাদের সাধ্যের মধ্যে ভালো ষাঁড় গরু কিনতে পেরেছেন বলে জানান।
শরৎনগর হাটের ইজারাদার জানান, হাটে ৮০-৯০ হাজার থেকে দেড় থেকে ২ লাখ টাকা দামের অনেক বড় বড় গরু হাটে এসেছিল। ক্রেতাদের পছন্দের তালিকায় ছিল ৭০ থেকে ৮০ হাজার টাকা দামের গরু।
গরু বিক্রেতা ও খামারিরা জানান, এবার হাটে ছোট, মধ্যম ও বড় সাইজের গরুর চাহিদা বেশি। এক কথায় সব ধরনের গরুর চাহিদা ছিলো। এ ধরনের গরু এনে তারা ভালো দাম পেয়েছেন বলে জানান তারা।