নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে ফের শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ। ৬ হাজার ৭৩১ জন শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে বাংলাদেশ পুনরায় প্রথম স্থান অর্জন করেছে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ সময়ের আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী দক্ষিণ সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ৬ হাজার ৭৩১ জন শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে শীর্ষস্থান অর্জন করায় বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী দেশ হিসেবে বিশেষ মর্যাদার জায়গাটি আবারও ফিরে পেল। এবার দ্বিতীয় স্থানে চলে এসেছে ইথিওপিয়া। অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশ ভারত ৫ হাজার ৩৫৩ জন শান্তিরক্ষী পাঠিয়ে পঞ্চম স্থানে এবং ৪ হাজার ৪৪০ জন শান্তিরক্ষী পাঠিয়ে ষষ্ঠ স্থান অর্জন করেছে পাকিস্তান।
জানা গেছে, এক সময় দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চসংখ্যক সেনা বা শান্তিরক্ষী অংশগ্রহণের মাধ্যমে প্রথম স্থানে অবস্থান করেছিল বাংলাদেশ। সম্প্রতি কয়েক বছর সেখানে ইথিওপিয়া প্রথম স্থান দখল করলে বাংলাদেশ চলে যায় দ্বিতীয় স্থানে। অবশেষে ইথিওপিয়াকে আবার পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করল বাংলাদেশ। পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যথাযথ লবিংয়ের জন্য ঊর্ধ্বতন পর্যায়ে নেতৃত্বদানকারী কর্মকর্তা হিসেবেও দক্ষিণ সুদানে ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী নির্বাচিত হওয়াটাও দেশের জন্য বিরাট ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
এ প্রসঙ্গে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ জানান, জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে বাংলাদেশের ফের প্রথম স্থান অর্জনের বিষয়টি অত্যন্ত গৌরবের। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী হিসেবে পৃথিবীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও গোলযোগপূর্ণ দেশে শান্তি প্রতিষ্ঠায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে শান্তি প্রতিষ্ঠার এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে ইতঃপূর্বে অনেক বাংলাদেশি শান্তিরক্ষী তাদের জীবন উৎসর্গ করেছেন।