প্রত্যয় নিউজ ডেস্কঃ জাপানে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। রেকর্ডসংখ্যক রোগী শনাক্ত হয়েছে গত দুই দিনে। বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ ছয় শতাধিক শনাক্তের রেকর্ডের পর শুক্রবার সেই রেকর্ড ভেঙ্গে গেছে। নতুন করে যেসব মানুষ কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন তার অর্ধেকই রাজধানী টোকিওর বাসিন্দা। খবর রয়টার্সের।
গত বৃহস্পতিবার যে ছয় শতাধিক শনাক্ত হন এর মধ্যে ২৮৬টি হচ্ছে রাজধানী টোকিওতে। শুক্রবার সেখানে শনাক্ত হয় ২৯৩ জন করোনা রোগী। শুক্রবার দেশটিতে মোট শনাক্ত হয় ৬২৩ জন।
তবে দ্বিতীয় দফায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হলেও নতুন করে গত একদিনে দেশজুড়ে কোনো কোভিড-১৯ রোগী মারা যায়নি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। জাপানে এখন পর্যন্ত ২৪ হাজারের বেশি মানুষের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৯৯৮ জন মারা গেছে; সুস্থ প্রায় ১৯ হাজার।
ডিপিআর/ জাহিরুল মিলন