স্পোর্টস ডেস্ক: লা লিগার খেলায় ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হারের পর দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। চলতি মৌসুমের শেষে তার দল ছাড়ার ঘোষণা পর রবার্ট লেওয়ানডস্কির বাসায় লাঞ্চ পার্টির আয়োজন করেছে বার্সার খেলোয়াড়রা।
গতকাল সোমবার প্রায় ২ ঘণ্টা সময় ধরে চলে বার্সার খেলোয়াদের লাঞ্চ পার্টি। সেখানে শুধু খেলোয়াড়রাই ছিলেন। জাভি কিংবা কোচিং স্টাফদের কাউকেই রাখা হয়নি ওই পার্টিতে।
তবে বার্সার খেলোয়াড়রা দাবি করছেন, দলের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্যই তারা পার্টির আয়োজন করেছেন। অন্য কোনো কারণে নয়। সামনের খেলাগুলোতে যেন ভালো করতে পারে, সেজন্য তাদের দলের মধ্যে একটি সমঝোতা-সম্পর্ক তৈরির উদ্দেশেই এই পার্টি।
আগামীকাল বুধবার লা লিগার খেলায় ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে বার্সা। আপাতত এই ম্যাচকে সামনে রেখেই পরিকল্পনা সাজাচ্ছেন খেলোয়াড়রা। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর খেলায় ন্যাপোলির বিপক্ষে দুই লেগের দুটি ম্যাচ রয়েছে বার্সার।
দলের অবস্থা ভালো না হলেও এখনও লড়াই করার সময় আছে বার্সার। লা লিগার শিরোপা জয়ের লড়াইয়ে এখনও কাগজে-কলমে টিকে আছে জাভির শিষ্যরা। লিগ খেলায় বার্সার এখনও ১৭ ম্যাচ বাকি রয়েছে। এসব ম্যাচে ভালো করলে তাদের এখনও শিরোপা জয়ের সুযোগ রয়েছে।
বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে আছে বার্সা। আগামী বছরের চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে অন্তত চতুর্থস্থান ধরে রাখতে হবে লা লিগার জায়ান্ট ক্লাবটিকে। আর স্প্যানিশ সুপার কোপায় খেলতে হলে থাকতে হবে শীর্ষ দুই দলের মধ্যে।
ভিয়ারিয়ালের কাছে হারের ফলে একটি লজ্জার রেকর্ড করেছে বার্সা। ১৯৬৩ সালের পর থেকে ঘরের মাঠে কখনো পাঁচ গোল হজম করেনি তারা। সে সময় লা লিগার আরেক জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের কাছে ৫-১ গোলে হেরেছিল বার্সা।
তবে জাভির বার্সা ছাড়ার পেছনে শুধু ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচই দায়ী নয়। এর আগে ১৫ জানুয়ারি স্প্যানিশ সুপার কোপার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে বার্সা। তার ১০ দিন পরই কোপা ডেল রে-তে কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ৪-২ গোলে হেরে আসর থেকেই ছিটকে গিয়েছিল জাভির দল। মূলত, রিয়ালের বিপক্ষে হারের পর থেকেই প্রচন্ড চাপে পড়েছিলেন জাভি।