ওয়েব ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাসদের দলীয় মনোনয়ন বোর্ড, নির্বাচন পরিচালনা কমিটি ও নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এসব কমিটি গঠন করা হয়।
দলীয় সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিরীন আখতার, অ্যাডভোকেট রবিউল আলম, মোশাররফ হোসেন, অধ্যাপক. ড. ম. আনোয়ার হোসেন প্রমুখ।
জাসদের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ৫ হাজার টাকা ফি দিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বা অনলাইনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। ২৩ নভেম্বর জাসদ মনোনীত দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গঠিত জাসদের দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি হিসেবে রয়েছেন হাসানুল হক ইনু, সদস্য সচিব শিরীন আখতার। এছাড়া সদস্য হয়েছেন অ্যাডভোকেট রবিউল আলম, মোশাররফ হোসেন, আফরোজা হক রীনা, মীর হোসাইন আখতার ও নাদের চৌধুরী।
নির্বাচন পরিচালনা কমিটিতে আহ্বায়ক হয়েছেন মোশাররফ হোসেন, সদস্য সচিব মীর হোসাইন আখতার। আর সদস্য হিসেবে রয়েছেন নুরুল আকতার, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, ফজলুর রহমান বাবুল, উম্মে হাসান ঝলমলসহ মোট ৩১ জন।
নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক হয়েছেন অ্যাডভোকেট রবিউল আলম, সদস্য শিরীন আখতার, অধ্যাপক. ড. ম. আনোয়ার হোসেন, আব্দুল্লাহিল কাইয়ূম, ওবায়দুর রহমান চুন্নু ও জিয়াউল হক মুক্তা।