ওয়েব ডেস্ক রিপোর্টঃ করোনা সংকট সত্ত্বেও স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার কিছু সিদ্ধান্ত গত মাসে ঘোষণা করছিল আইরিশ সরকার৷ কড়া স্বাস্থ্যবিধি চালু রেখেই কিছু ক্ষেত্রে বিধিনিয়ম শিথিল করছে দেশটির স্বাস্থ্য বিভাগ, উদ্দেশ্যে আসছে গ্রীষ্মকালে অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোদমে চালুর ব্যবস্থা করা। করোনা সংকটের জের ধরে অচলাবস্থা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার যে পরিকল্পনা পেশ করেছে আইরিশ সরকার তাতে ধাপে ধাপে খুলে দেয়া হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ইতোমধ্যে বিভিন্ন রিটেইল ষ্টোর, নির্মাণ শিল্প, বিউটি পার্লার ও চুল কাটার সেলুন খুলে দেয়া হয়েছে। আসছে জুনের প্রথম সপ্তাহ থেকে সকল আবাসিক হোটেল চালু হচ্ছে, হোটেলে রাত্রি যাপনকারী অতিথিদের আপ্যায়নে আবাসিক রেস্তোরাঁও খুলে দেয়া হচ্ছে।
সরকারের নীতিনির্ধারকেদের জন্য সবচেয়ে কঠিন সীদ্ধান্তটা অপেক্ষা করছে আগামী শুক্রবার মন্ত্রীসভার বৈঠকে। ইতোমধ্যে পাবলিকান লাইসেন্সধারীরা ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছেন পান্থশালা ( মদের বার) নাইট ক্লাব খুলে দেয়ার জন্য।মিনিস্টার অব পাবলিক এক্সপেন্ডিটার মি. মাইকেল মেগ্রাথ ও হায়ার এডুকেশন মিনিস্টার সাইমন্ড হ্যারিস আইরিশ টাইমসের প্রতিবেদকের সাথে কথা বলার সময় নিশ্চিত করেছেন যে আগামী শুক্রবারের বৈঠকে এভিয়েশন সেক্টর, লাইভ মিউজিক, রেস্তোরাঁ, ইনডোর স্পোর্টস, জিমনেসিয়াম, খুলে দেওয়ার ব্যাপারে আলোচনা হবে এবং যথাসম্ভব আসছে জুলাইয়ের প্রথম সপ্তাহে সব বন্ধ সেক্টর খুলে দেওয়া হবে।মিনিস্টার অব কালচার কেথরিন মার্টিন আসছে গ্রীষ্মে লাইভ প্রোগ্রামের খসড়া লিস্ট সম্পন্ন করেছেন সরকারের সবুজ সংকেত পেলেই সেগুলোর অনুমোদন দেয়া হবে।
মিনিস্টার অব হায়ার এডুকেশন মিষ্টার সাইমন্ড হ্যারিস বলেন” এই সপ্তাহের মন্ত্রীসভার বৈঠক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এই বৈঠকের মাধ্যমেই এমন সব সীদ্ধান্ত গৃহীত হবে যা করোনা পরিস্থিতির অচলাবস্থা থেকে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করবে”।তিনি আরও বলেন ” মাত্র দুই সপ্তাহ আগে আয়ারল্যান্ডের সাধারণ জনগণ নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসে নিয়ে খুবই উদ্বিগ্ন ছিল তখন সীমানা বন্ধ করে দেয়া আর বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইন নিয়ে কথা বার্তা উঠছিল আর এখন আমরা কথা বলছি কখন ফ্লাইট চালু হবে” তিনি আরও বলেন “এ সব কিছুই সম্ভব হয়েছে আমাদের সফল ভ্যাক্সিন কার্যক্রমের কারণে”।