নিজস্ব প্রতিনিধি: সোমবার (১৭ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত সদর উপজেলার বিয়াম ল্যাবরেটরীতে ১৫৯ জন ভোটার শান্তিপূর্ণভাবে তাদের ভোটগ্রহণ সম্পন্ন করেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সার্বক্ষণিকভাবে নির্বাচনে তাদের দায়িত্ব পালন করেন।
০১নং ওয়ার্ডে কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে সাধারণ সদস্য পদে বেসরকারিভাবে মোহাম্মদ মোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো: সানোয়ার হোসেন।
নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত কিশোরগঞ্জ সদরের বিয়াম ল্যাবরেটরী স্কুলে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সাধারণ আসনের সদস্য পদে ০১নং ওয়ার্ডে মোট ০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সাধারণ সদস্য পদে ঢাকা টেক্সেস বারের আয়কর আইনজীবী ও বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি, আউলিয়াপাড়া ফাজিল মাদ্রাসার টানা তিন বারের সভাপতি ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশানের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক (তালা) প্রতীক নিয়ে ৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: সানোয়ার হোসেন (টিউবওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ ভোট এবং মো: সাজ্জাদুল ইসলাম অটোরিক্সা প্রতীকে ০৪ ভোট পেয়েছেন।
নির্বাচনে কিশোরগঞ্জ সদরে মোট ১৫৯ জন ভোটারের মধ্যে ১৫৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
উল্লেখ্য জেলা পরিষদ চেয়ারম্যান পদে মো. জিল্লুর রহমান ( চশমা) ৯৬১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আশরাফ উদ্দিন (আনারস) ২৫৮ ভোট, আশিক জামান এলিন (মোটর সাইকেল) ১৫৯ ভোট, হামিদুল আলম চৌধুরী (ঘোড়া) ১৩৬ ভোট ও মো. সেলিম (হেলিকপ্টার) ১৩ ভোট পেয়েছেন।