বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় প্রবল জোয়ার ও বৃষ্টিতে আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বাবুগঞ্জ উপজেলার বিমান বন্দর ও ব্যপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।
সরোজমিনে দেখা গেছে, জোয়ারের কারনে সৃষ্ট বন্যার পানি নামতে শুরু করায় প্রায় ৪ কিলোমিটার ফসল রক্ষা বাঁধে ভাঙন ধরেছে। এছাড়া বাবুগঞ্জ-ঢাকা রুটের কালু প্যাদার লঞ্চ ঘাটের কাছাকাছি আড়িয়াল খাঁ নদের ভাঙন চলে আসায় এ অঞ্চলের ঢাকাগামী যাত্রীরা চিন্তায় পরেছে। স্থানীয়রা জানায়, নতুন চর জাহাপুর ফসল রক্ষা বাঁধটি শিঘ্রই রক্ষা করা।
বিশেষ করে পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারে উজান থেকে নেমে আসা জলরাশিতে নদীবেষ্টিত হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা, তেতুলিয়া, কালাবদর, মাসকাটাসহ বিভিন্ন নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে করে নিচু এলাকার হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। পানি বৃদ্ধির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছে এলাকাবাসী।