ঝালকাঠি সংবাদদাতাঃঝালকাঠিতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল পদ্ধতিতে বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে অতিথি হিসেবে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়াম্যান সরদার মোঃ শাহআলম, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডখান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, সিভিল সার্জন ডাক্তার রতন কুমার ঢালী ও অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফরিদ উদ্দিন এবং মুক্তিযোদ্ধা মোবারেক হোসেন মল্লিক বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে জেলা শিশু একাডেমি আয়োজিত রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার ও গাছের চারা প্রদান করা হয়। এছাড়াও যুব উন্নয়নের অধিদপ্তর ১১ জন যুব উদ্যোক্তার মধ্যে ৭ লক্ষ ৪০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।