ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা পরিষদ দুস্থ ও গরীব এবং অসহায় ৩ হাজার ৩৫০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ চত্বরে এ খাদ্য সহায়তা বিতরণ শুরু করা হয়।
ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মোঃ শাহআলমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাহবুব হোসনে ও জেলা পরিষদ সদস্য শাম্মি মৌসুমী কেকা শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য সালেহ আহম্মেদ সালেক, সাইদুর রহমান সেন্টু, আব্দুর রশিদসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ বরাদ্ধের ২৭ লক্ষ টাকা ব্যায়ে এই খাদ্য সামগ্রী প্যাকেটজাত করে বিতরণ করেছে। প্যাকেটে ১০ কেজি চাল ৩ কেজি আলু ১লিঃ তেল লবন, ডাল, সাবান ৫টি মাক্সসহ ৭টি পণ্যের ১৬ কেজির প্যাকেট বিতরণ করা হয়েছে। ঝালকাঠি পৌরসভায় ৬৫০টি পরিবার, ঝালকাঠি সদর উপজেলায় ৭০০, নলছিটি উপজেলায় ১০০০, রাজাপুর উপজেলায় ৫০০, কাঠালিয়া উপজেলায় ৫০০ পরিবারকে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।