ঝালকাঠি সংবাদদাতা:ঝালকাঠি জেলা পরিষদ কাঠালিয়া ও রাজাপুর উপজেলার গ্রামীন অবকাঠামো উন্নতিকরণ জন্য ৩৭টি প্রকল্পের দরপত্রসিডিউল বিক্রি শুরু করেছে। এদুটি উপজেলা ১কোটি ৩৭ লক্ষ টাকা ৩৭টি প্রকল্প ২০১৯–২০ অর্থ বছরে ৬নং দরপত্রের বিজ্ঞপ্তিপ্রকাশ করছে। ৬ আগস্ট থেকে সিডিউল বিক্রি শুরু হয়েছে এবং ১৮ আগস্ট পর্যন্ত দরপত্র বিক্রি করা হবে। ১৯ আগস্ট দরপত্রড্রপিং এবং ২৭ আগস্ট লটারির মাধ্যমে ঠিকাদার। আগামী ২৯ আগস্ট জেলা পরিষদের মাসিক সভায় ৪টি উপজেলা দরপত্ররমাধ্যমে নিয়োগপ্রাপ্ত ঠিকাদারদের কার্যাদেশ প্রদান করা হবে।
ইতোপূর্বে ঝালকাঠি নলছিটি উপজেলায় ৫০টি গ্রুপের লটারির মাধ্যমে ঠিকাদর নিয়োগ করা হয়েছে। এই দুটো উপজেলায় ২কোটি ৩১ লক্ষ টাকা ব্যায়ে ৫০টি প্রকল্পের বিপরিতে ৪৯১৩টি সিডিউল বিক্রি হয়েছে। এবং জেলা পরিরষদ সিডিউল বিক্রি করে২২ লক্ষ ৭১ হাজার ৩শ ৫০টাকা রাজস্ব আয় করেছে। এ দুটি উপজেলায় গভীর নলকুপ, ইট সলিং রাস্তা, ঘাটলা, সিসি রাস্তা, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন প্রকল্প রয়েছে।
রিপোর্ট:বাধন রায়।