ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি জেলায় রবিবার পর্যন্ত ২৪ ঘন্টায় ১৭ জন আক্রান্ত হয়েছে। এরা হচ্ছে ঝালকাঠি বাসপট্টি এলাকার মিজানুর রহমান(৩৬) মহিলা কলেজ সড়কের মোঃ মকবুল হোসেন(৫৬), ঝালকাঠি সদরের পবিত্র কুমার বালা(৩৮) সদর উপজেলার বেতলোস গ্রামের মিথুন সিকদার(৩৬), ঝালকাঠি শহরের লাভলি আক্তার(২৮) তেরআনা গ্রামের খলিলুর রহমান(৩৩) বহরমপুর গ্রামের জুবায়ের(২৮) নলছিটি পশ্চিম কয়া গ্রামের মোফাজ্জেল হোসনে (৭০), রাজাপুর কলেজ বড় কৈবর্তখালী গ্রামের তাবাচ্ছুম ও একই এলাকার নিজামুল্লা(৪৫) মনোহরপুর গ্রামের আবুল হোসনে(৫০) গোপালপুর গ্রামের আমিনুল ইসলাম(৪০) রাজাপুর সদরের আউয়াল হোসেন(৩৮), কাঠালিয়া কচুয়া গ্রামের নাফিজুর রহমান(৪৪) ও তারাবুনিয়া গ্রামের মোঃ সুলতান খলিফা(৫৮) আক্রান্ত হয়েছে। এনিয়ে ঝালকাঠি জেলার ৪ টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৯২ জন, নলছিটি উপজেলায় ১১৯ জন, রাজাপুর উপজেলায় ১৫৮ জন, ও কাঠালিয়া উপজেলায় ৫৪ জন। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ২৫৯৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ২৫৫৬ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ৫২৩ জনের রিপোর্ট পজেটিভ ও ১৯৬৪ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে, বাতিল হয়েছে ৬৯ এবং সুস্থ হয়েছেন ৩০৮ মৃত্যু ১৩জন, অপেক্ষমান ৩১ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৮১ জন ও হাসপাতালের আইসোলিয়শন ওয়ার্ডে ০৮ জন। ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এ তথ্য জানিয়েছেন।