বগুড়ার সংবাদদাতাঃ সাংবিধানিক আইন রক্ষার তাগিদে ঝুঁকি থাকা সত্ত্বেও আগামী ১৪ই জুলাই বগুড়া ১ (সোনাতলা+ সারিয়াকান্দি) আসনের উপ-নির্বাচন গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
আজ জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে বগুড়া ১ শুন্য আসনের উপ-নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে জেলা প্রশাসকের কক্ষে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এরপর প্রার্থীদের সাথেও বৈঠক করেন তিনি। তিনি আরও বলেন যে ঝুঁকি নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি নির্বাচন কমিশনার বিঃ জেনারেল শাখাওয়াত হোসেন, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ন-সচিব ফরহাদ আহাম্মদ খান, নির্বাচন কমিশনার এর একান্ত সচিব মোঃ মাজহারুল ইসলাম, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া প্রমুখ।