স্পোর্টস ডেস্ক: পুরো বিশ্বকাপেই দেখা গেছে, প্রথমে ব্যাটিং করা মানেই ভারতের রানের বন্যা। সেমিফাইনালেও নিউজিল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে ৩৯৯ রানের বিশাল এক ইনিংস দাঁড় করিয়েছিলো ভারতীয় ব্যাটাররা।
রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, স্রেয়াশ আয়ার কিংবা লোকেশ রাহুল- সবাই রয়েছে দুর্দান্ত ফর্মে। এই ব্যাটারদের হাতে আগে বাট তুলে দেয়ার কথা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারছিলেন না এবারের বিশ্বকাপের অধিনায়করা।
কিন্তু ফাইনালে ঘটলো উল্টো ঘটনা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ৫ নং উইকেটে অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল খেলা। যে উইকেটে পাকিস্তানকে হারিয়েছিলো ভারত। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান সংগ্রহ করেছিলো ১৯১ রান। জবাবে ভারত জয় পেয়েছিলো ৩১ ওভারের মধ্যেই।
সেই উইকেটেই টস জিতে ভারতকেই প্রথমে ব্যাট করতে পাঠালেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। অসি অধিনায়কের সিদ্ধান্তে অবশ্য সবাই অবাক। যেখানে টস জিতলে প্রথমেই ব্যাটিং, সেখানে তিনি ভারতকেই পাঠালেন ব্যাটিংয়ে।
উল্টো ভারত অধিনায়ক রোহিত শর্মা টস না জিতেও ব্যাটিংয়ের সুযোগ পেয়ে বেজায় খুশি। টস করতে এসে সঞ্চালক রবি শাস্ত্রির সঙ্গে কথা বলতে গিয়ে রোহিত শর্মা বলেন, ‘আমরা প্রথমেই ব্যাট করতে চেয়েছিলাম এবং টস না জিতেও ব্যাট করার সুযোগ পেয়ে খুব খুশি। ফাইনাল একটি বড় ম্যাচ এবং বোর্ডে বড় স্কোরই তুলতে চাই। এ কারণে প্রথমে ব্যাট করাটা প্রয়োজন ছিল। অসাধারণ একটি ম্যাচ হতে যাচ্ছে। ক্রিকেটীয় দৃষ্টিকোন থেকে আমরা শান্ত থাকার চেষ্টা করবো। বিশ্বকাপের ফাইনালে দেশকে প্রতিনিধিত্ব করা অসাধারণ।’
সন্ধ্যার পর শিশির পড়বে, এ কারণেই প্যাট কামিন্স টস জিতে ফিল্ডিং নিয়েছেন বলে জানান। তিনি বলেন, ‘উইকেট শুষ্ক। সন্ধ্যার পর শিশির একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এই ভেন্যুতে রাতে অনেক শিশির পড়ে। এ কারণেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। আর বিশ্বকাপের ফাইনালে খেলা অবশ্যই গর্বের বিষয়।’
অস্ট্রেলিয়া একাদশ
ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জস হ্যাজলউড।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সুর্যকুমার যাদব, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, কুলদিপ যাদব এবং মোহাম্মদ সিরাজ।