প্রত্যয় নিউজ ডেস্কঃ শোনা যাচ্ছে, মাইক্রোসফট বিশ্বব্যাপী টিকটকের ব্যবসা কিনে নেবে। আগেই আমেরিকাসহ একাধিক দেশে টিকটকের মালিকানা কেনার কথা প্রকাশ্যে এসেছিল। এবার এই তথ্য ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে প্রকাশিত হলো।
ভারতে টিকটক আগেই নিষিদ্ধ হয়েছে। বড়সড় ক্ষতির মুখে পড়েছে চিনা সংস্থা বাইটড্যান্স। তারপর মার্কিন প্রেসিডেন্টও গ্রাহক তথ্য নিরাপত্তার প্রশ্নে টিকটক নিষিদ্ধ করার কথা বলেছিলেন।
খবর মিলেছিল ১৫ সেপ্টেম্বরের মধ্যেই আমেরিকাসহ একাধিক দেশে টিকটকের মালিকানা কিনে নিতে চলেছে মাইক্রোসফট! সেই খবরে ফের নতুন মোড় যোগ করল টিকটকের বিশ্বব্যাপী মালিকানা বদল হওয়ার জল্পনা। যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি মাইক্রোসফট ও বাইটড্যান্স এর পক্ষ থেকে।
আগেই মাইক্রোসফট জানিয়েছিল আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে চিনা সংস্থা বাইটড্যান্স -এর সঙ্গে টিকটক-এর মালিকানা নিয়ে চুক্তি হতে চলেছে। চুক্তি হয়ে গেলে মাইক্রোসফট এর হাতে চলে আসবে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশে টিকটক-এর মালিকানা। এবার কি সেই তালিকায় সংযুক্তি ভারতেরও? জল্পনা তুঙ্গে। সূত্র: জি নিউজ।
ডিপিআর/ জাহিরুল মিলন