নিজস্ব প্রতিবেদক: ইউটিউবে শিক্ষামূলক চ্যানেল টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রোববার আয়মান সাদিক তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিওতে এমন অভিযোগ করেন। তবে বিষয়টি আমলে নিয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত কাজ শুরু করেছে প্রশাসন।
আয়মান সাদিক তার পেজের ভিডিওতে বলেন- ফেসবুক, ইউটিউব, সব জায়গায় আমাকে মেরে ফেলার জন্য বলা হচ্ছে, টেন মিনিটস স্কুলের অনেককে মেরে ফেলার জন্য বলা হচ্ছে। টেন মিনিটস স্কুলকে বয়কট করার জন্য বলা হচ্ছে। তিনি আরও বলেন, এই স্কুলে আছে ১৭ হাজার ৪৪০টি ভিডিও টিউটোরিয়াল। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষা, সফটওয়্যার ও প্রফেশনাল স্কিলবিষয়ক এই ভিডিওগুলো বিনামূল্যে দেখা যায়।
এদিকে এ খবরের পর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) কর্মকর্তারা বলছেন, হুমকির বিষয়টি জানতে পেরে তারা নজরদারি শুরু করেছেন। সিটিটিসির উপকমিশনার সাইফুল ইসলাম জানান, আয়মান সাদিক ও টেন মিনিটস স্কুলকে হুমকি দিয়ে বেশ কিছু ভিডিও তৈরি হয়েছে। এই ভিডিওগুলো কারা তৈরি করছে এবং কারা ছড়াচ্ছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।