ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে খালবিল ও জলাশয়ে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১২ টি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার সদর উপজেলার ৫নং বালিয়া, ৬নং আউলিয়াপুর এবং ১৩নং গড়েয়া ইউনিয়নে অভিযান চালায়।এ সময় বিভিন্ন নদী-নালা, খাল- বিল ও জলাশয়ে মাছ ধরার অপরাধে ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ১২ পিস ঘুপসী জাল (প্রতি পিস ২০ মিটার) জব্দ করে।এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা বলেন, সরকারি আইন লংঘন করে কিছু অসাধু ব্যক্তি এসব জাল ব্যবহার করে উপজেলার বিভিন্ন নদীনালা, খাল- বিল ও জলাশয়ে জাটকা, ডিমওয়ালা, পোনামাছ ধরে বিক্রি করছে। এতে এসব মাছসহ অন্যান্য জলজ প্রাণীর অকাল মৃত্যুতে জীববৈচিত্র হুমকির মুখে পড়ছে।তাই মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান চালানো হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, মো: কামাল হোসেন এফ এ (রাজস্ব), পীযুষ চন্দ্র রায় (ক্ষেত্র সহকারী) (এনএটিপি) সিনিয়র উপজেলা মৎস দপ্তর, ঠাকুরগাঁও এবং আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যবৃন্দ।