প্রত্যয় ডেস্ক, বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে প্রেম নিবেদন করায় এক বখাটে যুবককে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই অপরাধে অপর ২ কিশোরকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রবিবার ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন উপরোক্ত দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডিতরা হলেন সদর উপজেলার আরাজি চিলারং গ্রামের রহমান আলীর ছেলে মোঃ আল আমিন (১৯), মাজেদুর রহমানের ছেলে মোঃ শামীম রেজা (১৬)
এবং বুধু মোহাম্মদ এর ছেলে মোঃ রবিউল ইসলাম (১৬) । ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে তার বান্ধবীদের সামনে পথরোধ করে প্রেম নিবেদন করে আল আমিন নামে এক যুবক। এতে সে রাজি না হওয়ায় তাকে হেনস্তা করা হয়।
এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় জনসাধারণ ওই ৩ জনকে আটক করে এবং তাদের চিলারং ইউনিয়ন পরিষদে হস্তান্তর করা হয়। পরে ইউপি
চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে হাজির হন এবং স্থানীয় লোকজন ঘটনার বিবরণ দেন।
এ সময় অভিযুক্ত শামীম ও রবিউল জানান, তারা মোঃ আল আমিনের প্ররোচনায় এ কাজ করেছে।
সাক্ষ্যপ্রমাণে অভিযোগের সত্যতা পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন অভিযুক্ত আল আমিনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং অন্য ২ জন অভিযুক্ত অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের প্রত্যেককে ৫০০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা তাতক্ষনিকভাবে আদায় করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জানান, ইভটিজিং এর অভিযোগে ৩ জনকে দন্ডিত করা হয়েছে। জনসার্থে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ বাহিনীর আয়োজন দেশের নারী সমাজকে সচেতন করতে শনিবার দেশব্যাপী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।