বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই কালে ঋণ খেলাপীর অভিযোগে সাধারণ কাউন্সিলর পদে একজনের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এছাড়াও একটি ওয়ার্ডে একজন মাত্র প্রার্থী হওয়ায় নুর ইসলাম ছুটু নামে একজনকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করা হয়।
মঙ্গলবার (১৯ জানুয়ারী) মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন।
জিলহাজ উদ্দিন জানান, পুরুষ কাউন্সিলর পদে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফজলে আলমের বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত তালিকায় তিনি ঋণ খেলাপী হওয়ায় তার প্রার্থীতা বাতিল করা হয়
এছাড়াও পৌরসভার ১১নং ওয়ার্ডে নূর ইসলাম ছুটুর বিরুদ্ধে আর কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে।
গত ১৭ জানুয়ারী পর্যন্ত ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জন ,সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন এবং কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থীর মধ্যে একজনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। কাউন্সিলর পদে ৬৩ জন প্রার্থীর মনোনয়ন চুড়ান্ত করা হয়। তাদের মধ্যে যে কেউ ২৬ জানুয়ারীর মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন।
ঠাকুরগাঁও পৌরসভার ১২ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৬০ হাজার ৭শ ২৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২৯ হাজার ৭শ ১২ জন এবং নারী ভোটার ৩১ হাজার ১৫ জন।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারী এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।