বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মতো মহিলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত টেলিনা সরকার হিমু। রোববার সুষ্ঠৃু নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। নির্বাচনে তিনি আপন মামা শ্বশুর সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী চৌধুরীকে হারিয়ে জেলার প্রথম মহিলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জানা যায়, জেলার পীরগঞ্জ উপজেলার ১১ নং বৈরচুনা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন টেলিনা সরকার হিমু। তিনি ৭৪৭৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আইয়ুব আলী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট পান ৩ হাজার ১৭। ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
হিমু ঠাকুরগাঁওয়ে নয়, বরং পুরো রংপুর বিভাগের প্রথম আওয়ামী লীগ মনোনীত মহিলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।
টেলিনা সরকার হিমুর স্বামী নুরে আলম সিদ্দিকী দুলাল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে অল্প ভোটের ব্যবধানে হেরে যান। ২০২০ সালের ২৩ জানুয়ারী দুলালের অকাল মৃত্যু হয়। তাই এবার চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী মনোনীত করেছেন প্রয়াত নেতা দুলালের স্ত্রী হিমু সরকারকে।
নব-নির্বাচিত চেয়ারম্যান টেলিনা সরকার হিমু বলেন, জনগণ আমাকে নির্বাচিত করেছে। ইনশাল্লাহ সুখে-দুঃখে জনগণের পাশে থাকব। আমি বিশ্বাস করি, এই বিজয়ে নারীরা আরও এক ধাপ এগিয়ে যাবে ও আমার দল শক্তিশালী হবে।
ঠাকুরগাঁও জেলা মহিলা লীগের সভানেত্রী দৌপদ্রী দেবী আগারওয়ালা বলেন, প্রথমে আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যিনি নারীদের সর্বক্ষেত্রে অগ্রাধিকার দেন। তিনি চান নারীরাও দেশের উন্নয়নে এগিয়ে আসুক। সেই ধারাবাহিকতায় তিনি টেলিনা সরকার হিমুকে মনোনয়ন দিয়েছিলেন এবং আমরা বিশাল ব্যবধানে জয়লাভ করেছি। আমি মনে করি এ বিজয় আওয়ামী লীগকে আরও শক্তিশালী করবে।