বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষদিনে ঠাকুরগাঁও সদর উপজেলার ২০টি ইউনিয়নে ১ হাজার ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তন্মধ্যে চেয়ারম্যান পদে ৮৭জন, সংরক্ষিত আসনের মেম্বার পদে ২১২জন এবং সাধারণ আসনের মেম্বার পদে ৭০৮ জন।
ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭জন। তারা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মো: মনিরুল হক বাবু, আনোয়ার মোর্শেদ মো: আবু সাইদ বাবু আওয়ামীলীগ স্বতন্ত্র, সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব স্বতন্ত্র , মো: জাহাঙ্গীর আলম স্বতন্ত্র, আব্দুল মালেক মানিক স্বতন্ত্র(বিএনপি),জাকের পার্টির মকসেদ আলী (গজা মেকার) ও জহিরুল ইসলাম রিপন প্রমুখ।
উপজেলা নির্বাচন কর্মকতা রেজাউল ইসলাম জানান, সদর উপজেলার কয়েকজন রিটার্নিং অফিসারের কাছে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ১ হাজার ৭ জনের মনোনয়নপত্র জমা পড়ে। আগামী ২৯ নভেম্বর স্ব স্ব রিটানিং কর্মকর্তার কার্যালয়ে বাছাই কার্য অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর এবং ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ টি ইউনিয়নে প্রথমদিকে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড দলীয় মনোনয়ন দিলেও বুধবার বিকেলে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে সীমান্ত কুমার বর্মন নির্মলের এবং ১২ নং সালন্দর ইউনিয়নে মাহবুবুর রহমান মুকুলের দলীয় মনোনয়ন পরিবর্তন করে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ঢোলারহাট ইউনিয়নে সীমান্ত কুমার বর্মন নির্মল স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং অখিল চন্দ্র রায় আওয়ামীলীগের মনোনীত প্রাথীৃ হিসেবে মনোনয়ন দাখিল করে।অপরদিকে ১২ নং সালন্দর ইউনিয়নে মাহবুবুর রহমান মুকুলের দলীয মনোনয়ন বাতিল হওয়ায় তিনি মনোনয়ন দাখিল করেন নি। সেক্ষেত্রে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু দাইয়াম জনি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মলের দলীয় মনোনয়ন বাতিল করা হয় তার বিরুদ্ধে দুদকের মামলা চলমান থাকায়। ২০১৭-২০১৮ অর্থবছরের জুন মাসে সাধারণ সহায়তা (জিআর) প্রকল্পের আওতায় ঢোলারহাট ইউনিয়নের বিভিন্ন প্রকল্পে ৩৪ টন চাল বরাদ্দ দেওয়া হয়। অনেক প্রকল্পের অস্তিত্ব খুজে পাওয়া না গেলে জাল কাগজপত্র তৈরি করে বরাদ্দের চাল আত্মসাৎ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই ঘটনায় দুদক মামলা দায়ের করে। পরে চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার, পিআইও ও ওসি এলএসডি সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে। অপরদিকে সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান মুকুলের বিরুদ্ধে চরিত্র স্খলনের অভিযোগ থাকায় তার দলীয় মনোনয়ন বাতিল করে ঐ ইউনিয়নের সাধারন সম্পাদক আবু দাইয়াম জনিকে নৌকার মনোনয়ন দেয়া হয়।