প্রত্যয় ডেস্ক, বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “নিজ বাড়ি নিজ হাসপাতাল, করোনামুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে ঠাকুরগাঁওয়ে দরিদ্র, অসহায় রোগীদের চিকিৎসা প্রদানে ২ দিন ব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে।
রোববার সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম (বিডি হলে) মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
বাংলাদেশ মেডিকেল এসেসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেনসহ অন্যান্যরা।
ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রথম দিনে ৫ শতাধিক রোগির ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।