ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ৩ স্বাস্থ্যকর্মী সহ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪৫ জনে। সিভিল সার্জন ডা,মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও সদর উপজেলায় ডিসি অফিসের ৪৯ বছর বয়সের একজন কর্মচারী,বালিয়াডাঙ্গী,রানীশংকৈল ও হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৩ জন স্বাস্থকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। সদরে আক্রান্ত ১১ জন, বালিয়াডাঙ্গীতে ২ জন, রাণীশংকৈলে ৪ জন ও পীরগঞ্জে ১ ও হরিপুরে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২৩ জন সহ জেলায় মোট আক্রান্ত ৫৪৫জন।এরমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ২৮৭ জন। মারা গেছেন ৮ জন। সোমবার নতুন করে ৯৪ জনের নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।