ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও ডিসি অফিসের ২ কর্মচারী,জজ কোর্টের স্টাফ,ব্যাংকার সহ ২৪ ঘন্টায় আরো ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬১৭ জন।সিভিল সার্জন ডা. মাহফুজার রহামান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে সর্বশেষ রির্পোট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় নতুন করে সদর উপজেলায় ২১ জনের শরীরে করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। সদর উপজেলায় ১০ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ২ জন,পীরগঞ্জ উপজেলায় ৩ জন,রাণীশংকৈল উপজেলায় ৫ জন এবং হরিপুর উপজেলায় ১ জন নতুন আক্রান্তরা হলেন- সদর হাসপাতালের করোনা পজেটিভ চিকিৎসকের ৩ জন স্বজন,ডিসি অফিসের ৬৩ বছর ও ২৪ বছরের ২ জন স্টাফ,জজ কোর্টের ৩৯ বছরের স্টাফ,সোনালী ব্যাংকের ৫৮ বছরের কর্মকর্তা ও তার স্ত্রী, শহরের হাজীপাড়া বাসিন্দা ২৪ বছরের নারী ও রায়পুর ইউনিয়নে ৭০ বছরের নারীসহ ১০ জন করোনা পজেটিভ।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, সর্বশেষ আক্রান্ত ২১ জন সহ মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬১৭ জন।এদের মধ্যে ৩০৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ জনে।
রিপোর্ট: বদরুল ইসলাম বিপ্লব।