প্রত্যয় ইউরোপ ডেস্ক:ইউরোপীয় ইউনিয়ন জুন মাস থেকে মহামারী করোনাভাইরাসের জন্য টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে অগ্রিম ভ্যাকসিন ক্রয় চুক্তি সম্পাদন শুরু করেছে।
বুধবার আমেরিকার ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান মর্ডানার সঙ্গে ১ কোটি ৬০ লাখ ডোজ ভ্যাকসিন ক্রয় করার জন্য অগ্রিম চুক্তি সম্পাদন করে। সম্ভাব্য ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে এটি ইউরোপীয় ইউনিয়নের ষষ্ঠ চুক্তি। ইতোপূর্বে আ্যসট্রা জেনেকা, সানোফি-জেএসকে, জনসন অ্যান্ড জনসন, বায়োএনটেক -ফাইজর এবং কিউরভেকের সঙ্গে কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয় করার জন্য অগ্রিম চুক্তি স্বাক্ষরিত হয়।
ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েন ইইউ পার্লামেন্টে এক বক্তব্যে বলেছেন, ডিসেম্বর শেষ হওয়ার আগে ইউরোপীয় ইউনিয়নের যে কোনো নাগরিককে করোনাভাইরাসের টিকা প্রয়োগ করার মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে।
এছাড়া তিনি প্রতিশ্রুতিশীল টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন- নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন মহামারীকে শেষ করবে এবং ধীরে ধীরে আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসবে।
ইউরোপীয় ইউনিয়নের উপরোক্ত করোনা টিকা অগ্রিম ক্রয় চুক্তিসমূহ একদিকে যেমন ইউরোপিয়ানদের দ্রুত টিকা কার্যক্রমের আওতায় আনতে সক্ষম হবে; অপরদিকে উক্ত প্রতিষ্ঠানসমূহের গবেষণা এবং টিকা প্রস্তুত করার ক্ষেত্রে আর্থিক সহযোগিতা এবং গ্রহণযোগ্যতা বাড়াতে কাজ করবে।
ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্রসমূহকে কোভিড-১৯ টিকা কার্যক্রমের জন্য পরিকল্পনা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছে এবং প্রতিটি রাষ্ট্র ইতোমধ্যে করোনা টিকা প্রয়োগের মাস্টারপ্ল্যান সম্পন্ন করেছে।
ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্রসমূহের পক্ষে সম্ভাব্য প্রতিশ্রুতিশীল প্রতিষ্ঠান থেকে টাকা সংগ্রহ করে তা সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে বণ্টন করবেন সেই লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন অগ্রিম ক্রয়চুক্তি সম্পাদন করেছে।
শুধু ইউরোপের জন্যই করোনা টিকা নিরাপদ করছে তা নয়, বরং ইউরোপীয় কমিশন বিশ্বব্যাপী করোনা ভ্যাকসিন এবং চিকিৎসার জন্য ১৫.৯ বিলিয়ন ইউরোর তহবিল ঘোষণা করেছে; যা বিশ্বের অনগ্রসর দেশসমূহ তথা পুরো বিশ্বের মানুষের জন্য কোভিড-১৯ টিকা এবং চিকিৎসা নিশ্চিত করবে।