নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দূর্নীতি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে পথসভা করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সদস্যরা।
শনিবার (০৫ আগস্ট) বিকেলে জেলা শহরের পুরান থানা ইসলামিয়া সুপার মার্কেট প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে।
পথসভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অশোক সরকার। এতে বক্তব্য দেন, সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী আনিসুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক মনোরঞ্জন তালুকদার, সহ-সভাপতি রতন বর্মন, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রবিন, যুগ্ন সাধারন সম্পাদক অধ্যাপক আবুল কাশেম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুশ বর্মন, কোষাধক্ষ্য এডভোকেট আবু তালেব আমান, সদস্য নুর খান রিমন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে ডেঙ্গু মহামারিতে রুপ নিয়েছে। দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে৷ চিকিৎসা সেবায় সুশাসন প্রতিষ্ঠা করতে চাইলে ডেঙ্গু রোগের চিকিৎসা বা রোগ নির্ণয় নয়, সব ধরনের চিকিৎসাই সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে আনতে হবে যথাযথ কর্তৃপক্ষকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরুন। না হয় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়বে।
বক্তারা আরও বলেন, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় চোখে পড়ে সমাজের প্রতিটা স্তরে। সমাজের প্রতিটা স্তরেই দুর্নীতি বাসা বেঁধেছে। শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, খাদ্যে সব কিছুতেই দুর্নীতি। এছাড়া কিশোরগঞ্জে বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত। এসব প্রতিরোধ করুন।