1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

ঢাকায় কোথায় কত করোনায় আক্রান্ত

  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ২২৪ Time View

দৈনিক প্রত্যয় ডেস্কঃ করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার পর্যন্ত আরো নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৪০ জনের মৃত্যু হলো। এ ছাড়া গতকাল পর্যন্ত নতুন করে আরো ৩০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট চার হাজার ৯৯৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় এ পর্যন্ত সর্বাধিক দুই হাজার ২২৮ জন রোগী শনাক্ত হয়েছে। আজ রোববার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইট থেকে জানা গেছে, রাজধানীর রাজারবাগে ৮৭ জন, আব্দুল্লাহপুরে একজন, আদাবরে ছয়জন, আগারগাঁওয়ে ১১জন, আরমানিটোলায় একজন, আশকোনায় একজন, আজিমপুরে ১৭ জন, বাবুবাজারে ১১ জন, বাড্ডায় ১৪ জন, বেইলি রোডে তিনজন, বনানীতে ৯ জন,বাংলামোটরে দুইজন,বংশালে ৪১ জন, বানিয়ানগরে একজন,বনানীতে ৯ জন, বাসাবোতে ২২ জন,বকশিবাজারে পাঁচজন, বসুন্ধরায় সাতজন, বেগুনবাড়িতে একজন, বেগমবাজারে একজন, বেড়িবাঁধে একজন, বারিধারায় সাতজন, বসিলাতে একজন, বুয়েট এলাকায় একজন,,ক্যান্টনমেন্টে পাঁচজন ,দক্ষিণখানে একজন,ধানমণ্ডির সেন্ট্রাল রোডে দুইজন, চাঁনখারপুলে ১৮ জন, ধনিয়ায় একজন,চকবাজারে ৩২ জন,ফরিদাবাদে একজন, ঢাকেশ্বরীতে একজন, ডেমরায় আটজন, ধানমণ্ডিতে ২৯ জন, ধোলাইখালে দুইজন, দয়াগঞ্জে দুইজন, ইস্কাটনে আটজন, ফার্মগেটে তিনজন, ফকিরাপুলে একজন,গেন্ডারিয়াতে ২৮ জন, গোলারটেকে একজন, গোরানে তিনজন, গণকটুলিতে তিনজন,গ্রিনরোডে ১২ জন, গোপীবাগে ছয়জন, গুলিস্তানে ছয়জন, গুলশানে ২০ জন, হাতিরঝিলে একজন, হাতিরপুলে তিনজন, হাজারিবাগে ২০ জন, ইব্রাহিমপুরে দুইজন,ইসলামপুরে দুজন, জেলগেটে দুইজন, যাত্রাবাড়ীতে ৬৩ জন, ঝিগাতলায় ছয়জন, জুরাইনে ১৮ জন, কল্যাণপুরে চারজন,কাঠালবাগানে একজন, কচুক্ষেতে একজন, কামরাঙ্গীরচরে সাতজন,কলাবাগানে চারজন, কাজীপাড়ায় ছয়জন,কাকরাইলে ২৭ জন,কারওয়ানবাজারে চারজন, কলতাবাজারে দুইজন, খিলগাঁওতে ১৮ জন,ক্ষিলক্ষেতে একজন, কদমতলীতে পাঁচজন, কোতোয়ালিতে আটজন, কুড়িলে একজন, লালবাগে ৫৪ জন, লক্ষ্মীবাজারে আটজন,মাদারটেকে একজন, করাতিতোলায় একজন,মালিবাগে ১০ জন, মানিকদিতে একজন,মানিকনগরে দুইজন, মাতুয়াইলে চারজন, মালিটোলায় একজন, মীরহাজারীবাগে দুজন, মিরপুর ৬ নম্বর সেকশনে ছয়জন, মিরপুর ১০ নম্বরে ১০ জন, মিরপুর ১১ নম্বরে ১৮,জন, মিরপুর ১ নম্বরে ২৪ জন, মিরপুর ১৩ নম্বরে দুজন, মিরপুর ১২ নম্বরে ১৩জন, মিরপুর ১৪ নম্বরে ৩৬জন, মিটফোর্ডে ২৮ জন, মগবাজারে ২০ জন, মহাখালীতে ৩২ জন, মোহনপুরে একজন, মোহাম্মদপুরে ৪৯ জন, মতিঝিলে একজন, মুগদায় ৪১ জন, নওয়াবপুরে দুইজন, নবাবগঞ্জে চারজন, নারিন্দায় ৯ জন, নাজিরাবাজারে সাতজন,নাখালপাড়ায় আটজন, নিকুঞ্জতে একজন,নিলক্ষেতে একজএকজন,নীমতলিতে চারজন, পীরেরবাগে তিনজন,রসুলপুরে একজন, রুপগঞ্জে একজন,পুরানা পল্টনে ২৭ জন,পোস্তাগলায় পাঁচজন,পল্লবীতে দুইজন, রামপুরাতে ১২ জন, রমনায় সাতজন,সবুজবাগে তিনজন, রায়েরবাজারে দুইজন,রায়েরবাগে একজন,রাজাবাজারে একজন, সায়েদাবাদে দুইজন,সবুজবাগে চারজন,সেগুনবাগিচায়ে একজন, শাহজাহানপুরে ছয়জন,শাহ আলীবাগে দুজন, শাহবাগে ২৭ জন,শান্তিবাগে তিনজন, শান্তিনগরে ১৩ জন, শ্যামপুরে একজন, সোয়ারীঘাটে তিনজন, সিদ্ধেশ্বরীতে চারজন, শাঁখারীবাজারে ২৫ জন,তাঁতিবাজারে দুইজন,শ্যামলীতে নয়জন,শেরে বাংলা নগরে ছয়জন, শেওড়াপাড়ায় চারজন, শেখেরটেকে একজন,টিকাটুলি ১২ জন,স্বামীবাগে ৩১ জন, সূত্রাপুরে ১৩জন,শনির আখড়ায় ছয়জন, তেজগাঁওয়ে ৩৩ জন, তেজতুরিবাজারে চারজন, টোলারবাগে ১৯ জন, উর্দু রোডে একজন, উত্তরায় ২৯ জন, ভাটারায় একজন এবং ওয়ারীতে ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

দৈনিক প্রত্যয়/ সারাদেশ/ জাহিরুল মিলন

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..