1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

ঢাকার ১০৪ এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ১৪৬ Time View

দৈনিক প্রত্যয় ডেস্ক:রাজধানীতে করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব বেড়ে চলেছে। ইতিমধ্যে ১০৪টি এলাকায় এ ভাইরাস ছড়িয়েছে। সারাদেশে মোট শনাক্তের সংখ্যার ১৫৭২ জন। সেখানে ঢাকায় মোট শনাক্ত এখন ৬০৮।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এই হালনাগাদ তথ্য দিয়েছে।
আইইডিসিআর-এর দেয়া তথ্য দেখা গেছে, নগরীতে সবচেয়ে বেশি শনাক্তের সংখ্যা এখন ওয়ারিতে। এরপরই রয়েছে যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, লালবাগে, টোলারবাগ, ধানমন্ডি, বাসাবো, তেজগাঁও, মহাখালী, মিরপুর-১১ ও মিরপুর-১২।

রাজধানীর আক্রান্ত এলাকাগুলো:
আদাবর (৫), আগারগাঁও (২), আরমানিটোলা (১), আশকোনা (১), আজিমপুর (১), বাবু বাজার (১১), বাড্ডা (৮), বেইলি রোড (৩), বনানী (৮), বংশাল (৯), বানিয়ান নগর (১), বাসাবো (১৭), বসুন্ধরা (৫), বেগুনবাড়ি (১), বেগম বাজার (১), বেরাইদাহ (১), বকশি বাজার (১), বসিলা (১), বুয়েট এলাকা (১), সেন্ট্রাল রোড (১), চাঁনখারপুল (৫), চকবাজার (৯), ঢাকেশ্বরী মন্দির (১), ধানমন্ডি (১৮), ধোলাইখাল (১), দয়াগঞ্জ (১), ইস্কাটন (২), ফরিদাবাদ (১), গেন্ডারিয়া (১৪), গোপিবাগ (৩), গ্রিনরোড (১০), গুলিস্তান (২), হাতিরঝিল (১), হাজারীবাগ (১১), ইসলামপুর (২), জেলগেইট (২) ঝিগাতলা (৫) জুরাইন (১), কল্যানপুর (১), কামরাঙ্গীরচর (৩), কাজী পাড়া (২), কারওয়ান বাজার (১), কচুক্ষেত (১), কদমতলী (৩), কুড়িল (১), লালবাগ (২১), লক্ষ্মীবাজার (৪), মালিবাগ (৪), মানিকদি (১), মাতুয়াইল (১), মীরহাজারী বাগ (২), মিরপুর-১-এ (৮), মিরপুর-৬ (৩), মিরপুর-১০ (৬) মিরপুর-১১-এ (১১), মিরপুর-১৩ (২), মিরপুর-১৪ (৫), মিঠফোর্ড (২), মগবাজার (১০), মহাখালী (১২), মোহাম্মদপুর (২২), মতিঝিল (১), মুগদা (২), নারিন্দা (৩), নাখালপাড়া (৫), নিকুঞ্জ (১), পীরেরবাগ (২), পুরানাপল্টন (২), রাজারবাগ (৮), রামপুর (৩), রমনা (১), রায়েরবাগ (১), সবুজবাগ (২), সায়েদবাদ (১), সায়েন্সল্যাব (১), শাহ আলী বাগ (৪), শাখারীবাজার (৬), শান্তিনগর (১) ও শ্যামপুর (১)।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..