তাড়াইল, (কিশোরগঞ্জ) প্রতিনিধি “পুষ্টি,মেধা,দারিদ্র বিমোচন-প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্টিত হয়েছে।
জানা গেছে,গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদের প্রদর্শনী-২০২২ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়নের চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও আজকের পত্রিকার প্রতিনিধি মুকুট দাস মধু।
উপজেলা পরিষদ সংলগ্ন ভাষ্কর্য-৭১ এর পাদদেশে বালুর মাঠ চত্বরে অনুষ্টিত উক্ত প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে খামারীরা তাদের নিজ নিজ পালিত পশু ২০টি স্টলে প্রদর্শনীতে প্রদর্শন করেন।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি),মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সহযোগীতায় উক্ত প্রদর্শনী মঞ্চে আলোচনাসভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন।সার্বিক ব্যাবস্থাপনা ও তদারকি করেন প্রাণিসম্পদ প্রদর্শনীর সদস্য সচিব ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.নুরজাহান বেগম।
প্রদর্শনী শেষে বিকাল ৫টায় উপজেলার বিভিন্ন খামারীদের তাদের নিজ নিজ অবদানের স্বীকৃতিসরূপ পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়।