তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল)উপজেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে অনুষ্টিত দোয়া ও ইফতার মাহফিলে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ -৩ (তাড়াইল- করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো.মুজিবুল হক চুন্নু।
উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,স্থানীয় এমপি চুন্নু’র রাজনৈতিক সমন্বয়কারী মো.আমিরুল ইসলাম খান বাবলু,পজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন,ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জয়নাল আবেদীন সরকার,মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহম্মেদ,তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী,উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা, তাড়াইল সাচাইল সদর ইউপি’র চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ,জাতীয় যুবসংহতি তাড়াইল উপজেলা শাখার সভাপতি আশরাফুল আলম রুবেল,
সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ভূইয়া তুহিন,জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মী,স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
ইফতার মাহফিলের আগে উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পড়ান।