তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জের তাড়াইলের উদ্যোগে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৩ দিনের কৃষি মেলা ২০২২
শুরু হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত কৃষি মেলা ২০২২ চলছে।
উপজেলা ভূমি কর্মকর্তা মনোনিতা দাস এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভুঁইয়া, ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, জাতীয় পার্টি তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন সভাপতি ছাইদুর রহমানসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সকল শ্রেণি-পেশার মানুষ।
কৃষি মেলা ২০২২ উৎযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফল, ফুল ও বীজের ৯ টি স্টল রয়েছে। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন।