গাজীপুর প্রতিনিধি: মাত্র কয়েকদিন আগে তিতাস গ্যাসের লিকেজের কারনে নারায়ণগঞ্জে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপরেই টনক নড়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের। সারাদেশে লিকেজ খুজতে চলছে সাড়াশি অভিযান। সারাদেশের ন্যায় গাজীপুরেও তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ লাইন উচ্ছেদের নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছেন । বিশেষ টীম গঠন করে মঙ্গলবার থেকে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকাসহ জেলা শহরের বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে ।
বুধবার বিশেষ অভিযান পরিচালনা করে দুই শতাধিক বাসার অবৈধ লাইন বিচ্ছিন্ন করে পাইপ অপসারন করা হয়েছে । তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় ।
তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশন এলাকা ও জেলার বিভিন্ন এলাকায় বিপুল পরিমান অবৈধ গ্যাস সংযোগ রয়েছে, যা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকী স্বরূপ । আমরা প্রতি মাসেই এসব অবৈধ লাইন উচ্ছেদে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ লাইন বিচ্ছিন্ন করা ও যারা অবৈধ লাইন সংযোগ দিয়েছেন এবং যারা সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আসছি । কিন্ত বিপুল পরিমান অবৈধ লাইন পুরোপুরি বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি। এ ব্যাপারে জনগনকে সচেতন হতে হবে।
তিনি আরো জানান, অবৈধ লাইন উচ্ছেদে আমরা বিশেষ টীম গঠন করে সাড়াশী অভিযান শুরু করেছি । একটি অবৈধ লাইন থাকা পর্যন্ত আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে । তিনি আরো জানান, বুধবার জেলা শহরের ছায়াবিথী ও ছায়াকুঞ্জ এলাকার চারটি স্পটে অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ লাইন উচ্ছেদ করা হয়েছে । এছাড়া নলজানি এলাকার আব্দুল মজিদ ও মোহাম্মদ আলীর বাসায় অভিযান পরিচালনা করে প্রায় ২০টির মত অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে । অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।
তিনি লাইনে কোথাও কোন লিকেজ থাকলে এবং কেউ অবৈধ গ্যাস ব্যবহার করলে তা স্থানীয় তিতাস কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ জানান।
অভিযান পরিচালনার সময় আনোয়ার হোসেন, আসাদুল্লাহ কায়সারসহ তিতাসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।