ওয়েব ডেস্ক: পেশাগত দায়িত্ব পালনকালে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।
মঙ্গলবার (২৭ মে) এক যৌথ বিবৃতিতে ডুজার সভাপতি মহিউদ্দীন মুজাহিদ মাহি ও সাধারণ সম্পাদক মাহদী হাসান এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান।
গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কলেজের হল খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা এসে ব্যানার, প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলে এবং শিক্ষার্থীদের মারধর করে। সেই ঘটনার দৃশ্য ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ব্যাপক মারধর করে। এ সময় এক নারী সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে হুমকি-ধামকিও দেওয়া হয়।
এই হামলায় তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক আমান উল্যাহ আলভী, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার, কার্যনির্বাহী সদস্য শফিক এবং সদস্য আল আমিন ও রাব্বি আহত হন। ডুজা জানিয়েছে, এই ন্যাক্কারজনক হামলায় জড়িত সবাই ছাত্রদলের পদধারী নেতাকর্মী।
ডুজার নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সমিতির সদস্যদের ওপর রাজনৈতিক সংগঠনের এমন ন্যাক্কারজনক হামলা ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পথকে রুদ্ধ করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পথ সুগম, সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।