সিলেট প্রতিনিধি: সিলেট সদর উপজেলার ৭ নং মোগলগাওঁ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আওয়ামীলীগের ত্রান কমিটিতে যুক্তরাজ্য ক্রয়ডোন শাখার বিএনপি’র যুগ্ন আহবায়ক মোগলগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন মিয়ার নাম নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশিক মিয়া ও সাধারন সম্পাদক চুনু মিয়ার স্বারক্ষিত ত্রান কমিটিতে হিরন মিয়ার নাম আসায় ক্ষোভ দেখা দিয়েছে মোগলগাওঁ ইউনিয়ন আওয়ামীলীগের রাজনীতিতে।
সিলেট মহানগর যুবলীগ নেতা মোগলগাওঁ ইউনিয়নের নাগরিক সাইদুর রহমান তার ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাস এর মাধ্যমে তিনি লিখেন আওয়ামীলীগের ত্রান কমিটিতে বিএনপি’র নেতা হিরন মিয়ার নাম কেন কিসের জন্য দেয়া হয়েছে তা সিলেট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক এর কাছে জানতে চেয়েছেন।
হিরন মিয়ার নাম ত্রান কমিটিতে আসায় মোগলগাওঁ ইউনিয়ন সহ সিলেট সদর উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্যঃ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের জেলা,মহানগর,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে ত্রান কমিটি করার নির্দেশ দিয়েছেন।।