1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

থ্রিলার ম্যাচ জয়ের পর যা বললেন সূর্যকুমার

  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে হেরে গিয়ে ভারতীয়দের মনে তৈরি হয়েছিল প্রতিশোধের তীব্র স্পৃহা। গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তারই বহিঃপ্রকাশ ঘটালো ভারত। দুর্দান্ত লড়াই করে শেষ বলের নাটকীয়তায় ম্যাচটি জিতে নিলো ২ উইকেটে।

এই ম্যাচে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করেছেন সূর্যকুমার যাদব। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ম্যাচসেরাও হয়েছিলেন এই ডানহাতি ব্যাটার। ক্যারিয়ারের স্মরণীয় ম্যাচটি জয়ের পর নিজের মতামত জানিয়েছেন সূর্যকুমার।

সূর্যকুমার বলেছেন, ‘আমি মনে করি, এটি একটি গর্বের মুহূর্ত, আপনি যখনই ক্রিকেট খেলবেন, আপনি ভারতের প্রতিনিধিত্ব করার কথা ভাববেন, এটিতে মজতে কিছুটা সময় লাগবে তবে আমি খুবই গর্বিত।’

অধিনায়কত্বের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি (অধিনায়কের) লাগেজ ড্রেসিংরুমে রেখে এসেছি। শুধু আমার ব্যাটিং উপভোগ করার চেষ্টা করেছি। ১০ বা ৪০ যত বলই খেলি না কেন।’

সূর্য আরও বলেন, ‘আমরা শুধু ইতিবাচক হতে চেয়েছিলাম। নিজেদের (খেলা) উপভোগ করেছি এবং মাঠে নিজেদের মেলে ধরেছি। আমি কিশানকে (ইশান কিশান) একটা কথা বলেছিলাম, শুধু ব্যাটিং চালিয়ে যাও, টার্গেটের কথা ভাববে না।’

শেষদিকে ভারতের জয়ের জন্য দরকার ছিল ২ বলে ২ রান। প্রথম বলে রানআউটের শিকার হন অর্শদীপ সিং। এবার ১ বলে প্রয়োজন ১ রান। স্ট্রাইকে রিংকু সিং। হাঁকালেন দুর্দান্ত ছ্ক্কা। কিন্তু ওই বলটি নো বল হওয়ার কারণে রিংকুর ছক্কাটি গণনা করা হয়নি। নো বলের ফলে প্রাপ্ত অতিরিক্ত ১ রান পেয়ে ম্যাচটি জিতে ভারত।

বিশাখাপত্তমে এর আগে ভারতকে ২০৯ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে অধিনায়ক সূর্যকুমার (৪২ বলে ৮০) ও ইশান কিশানের (৩৯ বলে ৫৮) দুর্দান্ত ফিফটিতে জয়ের কাছাকাছি চলে গিয়েছিল ভারত। এরপর বাকি কাজগুলো করতে থাকেন রিংকু সিং। অবশেষে শেষ বলের নাটকীয়তার ম্যাচটি জিতে নেয় স্বাগতিকরা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জস ইঙ্গলিসের ১১০ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে ভারতকে বড় লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। বড় সংগ্রহে স্টিভ স্মিথের অবদান ছিল ৫২ রানের। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৮ রান করেছিল অস্ট্রেলিয়া।

রান তাড়ায় এটি ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ জয়। এর আগে এত বেশি রান তাড়া করে কখনো ম্যাচ জিততে পারেনি ভারত। এই জয়ের ফলে সিরিজে ১-০ কে এগিয়ে গেলো স্বাগতিকরা।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..