খেলাধুলা নিউজ ডেস্ক:
করোনাভাইরাসের কারণে গত দুই মাস ধরে সারাবিশ্বে খেলাধুলা বন্ধ হয়ে আছে। একদিন আগে সাহস করে বুন্দেসলিগা শুরু করে দিয়েছে জার্মানি। খেলা হচ্ছে দর্শকবিহীন মাঠে। ক্রিকেটবিশ্বেও নাড়াচাড়া শুরু হয়েছে। ক্যারিবীয় অঞ্চলে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট শুরুর প্রস্তুতি চলছে। ভারতেও স্টেডিয়াম খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু বিমানযাত্রা বন্ধ থাকায় আন্তর্জাতিক ক্রিকেট বা ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়া এখনও বহুদূর। তাছাড়া দর্শকবিহীন স্টেডিয়ামে ক্রিকেট শুরুর পক্ষে নন অনেকেই।
সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার দর্শকবিহীন মাঠে ক্রিকেট দেখতে চান না। তিনি হেলো অ্যাপের লাইভে বলেছেন, ‘খালি স্টেডিয়ামে ক্রিকেট আয়োজন হয়তো ক্রিকেট বোর্ডগুলোর জন্য সম্ভব হবে এবং টিকে থাকার জন্য জরুরি। কিন্তু আমার মনে হয় না এটা খুব আর্থিকভাবে লাভবান হবে। দর্শকবিহীন স্টেডিয়ামে খেলা মানে হলো কনে ছাড়া বিয়ে। খেলার জন্য আমাদের দর্শক দরকার। আশা করি এক বছরের মধ্যে এই করোনা পরিস্থিতি ঠিক হয়ে যাবে।’
এর আগে ভারত অধিনায়ক বিরাট কোহলিও দর্শকবিহীন মাঠে খেলার ব্যাপারে নিজের অস্বস্তির কথা জানিয়েছেন। ইংলিশ ফাস্ট বোলার জফরা আর্চার তো মাঠে কৃত্রিম উপায়ে দর্শকের আওয়াজ সৃষ্টির প্রস্তাব দিয়েছেন। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েবের কাছেও ব্যাপারটা ঠিক পছন্দ হচ্ছে না। একদম খালি মাঠে দর্শকের চিৎকার ছাড়া ক্রিকেটাররা কীভাবে খেলবে? তবে ফাঁকা মাঠে ক্রিকেট শুরুর পক্ষেও অনেকে আছেন। এখন দেখার, করোনা পরবর্তী সময়ে কীভাবে ক্রিকেট ফিরে আসে।