গত ২৫ মার্চ ২০২০, কিশোরগঞ্জ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সংগঠকদের উদ্দেশ্যে দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছিলাম। অাজ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমার এই অনুরোধে শুধু জেলার বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের মানুষই নয় এগিয়ে এসেছেন শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
আমি আপনাদের সবার প্রতি অান্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমরা প্যাকেটের সংখ্যার দিকে নজর না দিয়ে খাবারের পরিমাণের উপর গুরুত্ব দিয়েছি। যে পরিমাণ টাকায় ২০০ প্যাকেট করা যায়, সেই পরিমাণ টাকায় আমরা মাত্র ৮০ প্যাকেট করেছি। কিন্তু এই ৮০ প্যাকেটেই ৪/৫ দিনের খাবার দেয়া হয়েছে। আমরা এই ৮০ প্যাকেট খাবার অসহায় ব্যক্তিদের হাতে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়েছি।
যাদের অর্থ, পরামর্শ ও শ্রমে-ঘামে এরকম ভালো একটি কাজ আমরা করতে পেরেছি তাদের সবাইকে পরিচিত করাতে চাই। যদিও সহায়তাকারী অনেকেই নাম প্রকাশ না করতে বলেছিলেন। কারণ এ নিয়ে অনেকেই অনেক কথা বলে। তবে যারা কথা বলার তারা সবকিছুতেই কিন্তু খোঁজে বেড়ায়, এতেই তারা শান্তি পায়। আমার একটিই কথা, যারা কাজ পারে তারাই করে, যারা পারে না তারা ভুল ধরে বা সমালোচনা করে। সমালোচনা সহ্য করে যারা কাজ করার তারা কাজ করেই চলেছে।
যেসকল নাট্য সংগঠনের প্রতিনিধিগণ সহায়তা করেছেন :
——————
আতাউর রহমান খান মিলন
উপদেষ্টা, প্রতিধ্বনি থিয়েটার।
নাসরীন সুলতানা ঝুমা
উপদেষ্টা, প্রতিধ্বনি থিয়েটার।
হারুন আল রশীদ
সভাপতি, মানবাধিকার নাট্য পরিষদ।
মানস কর
পরিচালক, একতা নাট্য গোষ্ঠী।
আবু জাবিদ ভূইয়া সোহেল
সাবেক সাধারন সম্পাদক, প্রতিধ্বনি থিয়েটার।
মোনালিসা
সদস্য, চন্দ্রাবতী থিয়েটার।
আলমগীর অলিক
সদস্য, চর্যাপদ থিয়েটার।
যেসকল আবৃত্তি সংগঠনের প্রতিনিধিগণ সহায়তা করেছেন :
—————–
কোহিনূর আফজল
সভাপতি, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ।
ম ম জুয়েল
সভাপতি, চন্দ্রাবতী আবৃত্তি পরিষদ।
মো. জিয়াউর রহমান
পরিচালক, সহপাঠ।
যেসকল সংগীত সংগঠনের প্রতিনিধিগণ সহায়তা করেছেন :
—————-
সৈয়দ রেজওয়ান উল্লাহ বাসার
উপদেষ্টা, কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চ।
কামাল আহমদে
সভাপতি, সমতা শিল্পাঙ্গন।
এ কে এম হামিদুল হক মুকুল
সভাপতি, সুরাঙ্গন সাংস্কৃতিক পরিবার।
কনক কান্তি বিশ্বাস
সাংগঠনিক সম্পাদক, শিল্পী কল্যান সমিতি।
স্কাইলার্ক ব্যান্ডের প্রিয়মুখ-
সুমন দা, প্রশান্ত, নির্মল, কায়েস ও সাজ্জাদ।
নিঝুম সরকার
সাধারন সম্পাদক, আলী হোসেন শিল্পী গোষ্ঠী
হুমাইয়ারা পপি
সহ-সভাপতি, কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চ।
জহিরুল হাসান রুবেল
সদস্য, কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চ।
যেসকল নৃত্য সংগঠনের প্রতিনিধিগণ সহায়তা করেছেন :
———
ফৌজিয়া জলিল ন্যান্সি
সভাপতি, নৃত্যাঙ্গন একাডেমী।
দেবাশীষ সাহা আকাশ
পরিচালক, মুক্তধারা।
নাজমুল রয়েল
পরিচালক, ঈশাখাঁ সাংস্কৃতিক সংঘ।
নাজমুল ইসলাম
সদস্য, মুক্তধারা।
যেসকল শিক্ষকগণ সহায়তা করেছেন :
———————————-
হোসনে আরা
প্রভাষক, মুসুল্লি কলেজ
কাজী করিম উল্লাহ নাদিম
সহযোগী অধ্যাপক, গুরুদয়াল সরকারী কলেজ
নাজনীন মিষ্টি, প্রধান শিক্ষক
দক্ষিণ মুকসেদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
হুরে জান্নাত জুঁই, সহকারী শিক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল
অন্যান্য সুধীজন যারা সহায়তা করেছেন :
————————————
সিনিয়র সাংবাদিক মু আ লতিফ
সভাপতি, লেখক সংঘ।
ডাক্তার হালিমা আক্তার, মেডিকেল অফিসার পরিবার পরিকল্পনা কার্যালয়।
এনায়েত করিম অমি, সমন্বয়ক
কিশোরগঞ্জ সম্মিলত নাগরিক ফোরাম।
শিপলু ভট্টাচার্য
সাংস্কৃতিক সংগঠক।
তানিয়া ইসলাম
পরিচালক, সামান্তা ফ্যাশন।
সোয়েল ফারুকী
সভাপতি, মুক্তডানা যুব সংঘ।
সোমা ঘোষ
পরিচালক, গ্লোরিয়াস ফ্যাশন।
দিপা
পরিচালক, গ্লোরিয়াস ফ্যাশন।
নাজমুন্নাহার শোভা, সমাজকর্মী।
মনা সরকার, সমাজকর্মী।
মেরিন মাহবুব, সমাজকর্মী।
তানিয়া রহমান, সমাজকর্মী।
রাফিদ রহমান সীমান্ত, ছাত্র, বিয়াম স্কুল।
আব্দুল জব্বার, সমাজকর্মী।
সাজিদ, সমাজকর্মী।
আমাদের এই কাজ চলমান থাকবে।
সবার সহযোগিতা চাই।
লেখক: জিয়াউর রহমান,শোলাকিয়া,কিশোরগঞ্জ ।