মাসুদ মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে ঔষধ বিতরন করে আসছেন পল্লী চিকিৎসক কাজী মাসুদুর রহমান মাসুদ (প্যারামেডিকেল, বগুড়া)। সোমবার (১১ মে) সকালে ১নং চেহেলগাজী ইউনিয়নের সুবড়া স্কুল মাঠ প্রাঙ্গনে করোনা পরিস্থিতি মোকাবেলায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে গরীব ও দুস্থ পরিবারের মাঝে ঔষধ বিতরন করেছেন পল্লী চিকিৎসক কাজী মাসুদুর রহমান মাসুদ। এ সময় তিনি বলেন, দুনিয়ার সব সম্পদের মালিক আল্লাহ, মানুষ যে সম্পদের অধিকারী, তা মূলত আল্লাহর কৃপার ফসল।
আমার অনেক অর্থসম্পদ নেই কিন্তু আল্লাহ আমাকে তিনবেলা খাওয়ার মত সামর্থ দিয়েছেন, অনেক ভাইয়ের সেই সামর্থটুকুও নেই, গরীব-দুস্থসহ সমাজের আশ্রয়হীন, দুর্বল ও অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতা করা ইসলামে অন্যতম ইবাদত, তাই আমি চেষ্টা করছি আমার অবস্থান থেকে যতটুকু পারি এই বিপদসংকুল পরিস্থিতিতে আমার এলাকার মানুষের পাশে দাঁড়ানোর। আমি আমার পরিচিত ভাই ও বন্ধুদেরও অনুরোধ করছি আপনারা নিজ সাধ্য মত যে যেভাবে পারেন আপানাদের এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এ সময় উপস্থিত ছিলেন, ১নং চেহেলগাজী ইউনিয়নের ১,২,৩ সংরক্ষিত মহিলা সদস্য কাজী রহিমা খাতুন, ডেন্টিস- মোঃ দেলোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রাশেদ বাঁধন, রেজওয়ানুল আহম্মেদ ইফতি সহ প্রমূখ।