শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
সম্পাদকীয়
দীর্ঘ দুইমাস পর আজ থেকে আবার খুলল বেলজিয়ামের সকল স্কুল । এপ্রিলে ২ সপ্তাহ ইস্টার সানডে র ছুটিসহ বিশাল এ ছুটিতে সবাই যেন কেমন হাঁপিয়ে ওঠেছিল । তাই স্কুল খোলার খবরে একদিকে খুশি লাগলেও আরেকদিকে অজানা একটা শংকা রয়েই যায় যে শেষ রক্ষা হবে তো ???
৩০৫২৮বর্গকিলোমিটারের ইউরোপের ছোট একটি দেশ বেলজিয়াম। যার জনসংখ্যা ও মাত্র ১১ মিলিয়ন । ১ জন ২ জন করে গত১২ ই মার্চে যেদিন মৃতের সংখ্যা ৪ জন হয়েছিল সেদিন ই লক ডাওন ঘোষনা করেছিল সরকার । ইমার্জেন্সী সার্ভিস ব্যতিত সকলধরনের ব্যবসা বানিজ্য , অফিস আদালত , স্কুল কলেজ , বর্ডার এমন কি এক শহর থেকে আরেক শহরে যাওয়াও পুরোপুরি বন্ধকরে দেওয়া হয় ।
সরকারের এমন নিষেধাজ্ঞা ৯৫ ভাগ মানুষ পালন করলেও ঠেকাতে পারেনি মৃত্যুর মিছিল । ভয়াবহ করোনার থাবায় এখন পর্যন্ত প্রানহানি হয়েছে ৮৯০৩ জন মানুষের আর আক্রান্ত ৫৪২৮৮। যা একদিনে সবোর্চ্চ ছিল ৪৯৬ জনে । যদিওএখন মৃতের সংখ্যা ৬০ থেকে ৮০ র মধ্যে প্রায় এক সপ্তাহ যাবত । আক্রান্ত ও হচ্ছে তুলনামূলক ভাবে অনেক কম । তাই লক ডাওন ও আস্তে আস্তে শিথিল করা হচ্ছে মে র ৮ তারিখের পরে থেকে। তার ই ধারাবাহিকতায় আজ থেকে খোলা হলো স্কুল ।
ইউরোপ আমেরিকার দেশগুলোতে শিক্ষাবর্ষ শুরু হয় সেপ্টেম্বরে আর শেষ হয় জুনে। সে হিসেবে আর ৬ সপ্তাহ বাকী এই সেশনর । গত দুই মাসের ঘাটতি সহ বছর শেষের সকল আনুষ্ঠানিকতা শেষ করার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপওা ব্যবস্থা নিয়ে খুলে দেওয়া হয়েছে স্কুল গুলোকে…… আমাদের মত অনেক অভিভাবকদের অনিচ্ছা সত্ত্বেও মানতে হচ্ছে সরকারের এই সিদ্ধান্ত। আল্লাহ যেন আমাদের সন্তান দের হেফাজত করেন ।
ফারহানা ববি মুক্তা
সম্পাদক,দৈনিক প্রত্যয়।