নিজস্ব প্রতিনিধি: দেশের বিভিন্ন জেলায় চলছে শৈত্যপ্রবাহ। কিশোরগঞ্জেও কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। প্রচণ্ড শীতে দরিদ্র আর নিম্ন আয়ের মানুষের কষ্টের যেন শেষ নেই।
এমন বাস্তবতায় কিশোরগঞ্জের সাংবাদিক নেতৃবৃন্দ “কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশন” ব্যানারে দুইশত কম্বল শহরের রেলস্টেশন, ফুটপাতে রাত্রিযাপন করা ছিন্নমুল অসহায় মানুষ এবং শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিতরণ করেছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে সংগঠনের নেতৃবৃন্দের উপস্থতিতে রেলস্টেশন, পাগলা মসজিদ’সহ শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়।
পরে কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়নের আমাটিশিবপুর গ্রামে অবস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের সকল পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। আশ্রয়ন প্রকল্পে উপকারভোগী সকল সদস্য এসময় কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বিতরণ অনুষ্টানে সংগঠনের সভাপতি আলী রেজা সুমন, সিনিয়র সহ-সভাপতি এ এম উবায়েদ, সহ-সভাপতি মো: হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন, কোষাধ্যক্ষ মো: ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো: আল-আমীন, মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার মিতু, আইসিটি বিষয়ক সম্পাদক আশরাফ আলী সোহান, দপ্তর সম্পাদক মো: আনোয়ার হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, করোনাকালীন সময়েও কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশন চাল, ডাল, তেল, লবণ, সেমাই, নুডলস, পেঁয়াজ ও বিভিন্ন ধরণের খাবার উপকরণ বিতরণ করেছে।