দৈনিক প্রত্যয় ডেস্কঃ করোনার কারণে দুবাইয়ে আটকে পড়া ১৫৮ বাংলাদেশি দেশে ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার জিএম মো.কামরুল ইসলাম।
তিনি বলেন, মঙ্গলবার সকাল ৭টা ১৩ মিনিটে দুবাই থেকে ১৫৮ জন বাংলাদেশি ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন। প্রত্যেক যাত্রীর জন্য করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট, দুই জোড়া ডিসপোজেবল গ্লভস ও মাস্ক রাখার বাধ্যবাধকতা ছিল।
দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।
ডিপিআর/ জাহিরুল মিলন