শেখ সাখাওয়াত হোসেন, পাবনা (জেলা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ নাহিদ হাসান খান’র সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ, উপজেলা সহকারী কমিশানর (ভূমি) তাসমিয়া আক্তার রোজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলামের পক্ষে এস আই আকরাম হোসেন, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহবুব-উল-আলম বাবলু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মলয় কুমার দেব, সাধারণ সম্পাদক সংগীত কুমার পাল, ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভাঙ্গুড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অশোক কুমার ঘোষ প্রণো, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বছর অনেক সাড়ম্বরে পূজা উদযাপন করা হবে।
ভাঙ্গুড়া উপজেলায় এ বছর ১৯টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।