রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের ঐতিহাসিক ল্যুভর জাদুঘরে সংঘটিত দুঃসাহসিক রত্নচুরির ঘটনার পর কর্তৃপক্ষ এই জাদুঘরের মূল্যবান কিছু রত্ন দেশটির ব্যাংক অব ফ্রান্সে স্থানান্তর করেছে। গত সপ্তাহে প্রকাশ্য দিবালোকে চাঞ্চল্যকর চুরির ঘটনায় নিরাপত্তা দুর্বলতা প্রকাশ পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার ফরাসি রেডিও স্টেশন আটিএলের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত সপ্তাহের চুরির ঘটনার পর ল্যুভর জাদুঘর থেকে কিছু মূল্যবান রত্ন ব্যাংক অব ফ্রান্সে স্থানান্তর করা হয়েছে।
অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে আরটিএল বলেছে, ফরাসি রাজমুকুটের সব রত্নের আবাস অ্যাপোলো গ্যালারি থেকে কিছু মূল্যবান রত্ন শুক্রবার ফ্রান্সের পুলিশের পাহারায় গোপনে সরিয়ে নেওয়া হয়েছে। আর এই পুরো প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়ভাবে সম্পন্ন করা হয়েছে।
ব্যাংক অব ফ্রান্সের বিশাল ভূগর্ভস্থ ভল্টে দেশটির সোনার মজুত রাখা হয়। এই ভল্ট ভূপৃষ্ঠ থেকে মাটির ২৭ মিটার (৮৮ ফুট) নিচে অবস্থিত। প্রতিষ্ঠানটি ল্যুভর জাদুঘর থেকে মাত্র ৫০০ মিটার দূরে সাইন নদীর ডান তীরে অবস্থিত।
তবে এই বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ল্যুভর জাদুঘর ও ব্যাংক অব ফ্রান্স কর্তৃপক্ষ।
এর আগে, গত ১৯ অক্টোবর ল্যুভর জাদুঘরের সংগ্রহশালা থেকে প্রায় ১০ কোটি ২০ লাখ মার্কিন ডলার মূল্যের আটটি মূল্যবান রত্নচুরি করে নিয়ে যায় একদল চোর। তারা দর্শনার্থীদের জন্য খোলা থাকা অবস্থায় জাদুঘরে ক্রেন ব্যবহার করে ওপর তলার জানালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। মাত্র সাত মিনিটের মাঝে মূল্যবান কিছু রত্ন নিয়ে মোটরবাইকে করে পালিয়ে যান।
বিশ্বের ইতিহাসে এখন পর্যন্ত সর্বাধিক দর্শকের ল্যুভর জাদুঘর পরিদর্শনের রেকর্ড রয়েছে। গত সপ্তাহের চাঞ্চল্যকর চুরির ঘটনার পর ঐতিহাসিক এই জাদুঘরের নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।
ডাকাতির এই খবর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এমনকি অনেক ফরাসি নাগরিকের মাঝে এই ঘটনাকে জাতীয় অপমান হিসেবে দেখছেন বলে জানিয়েছেন।
সূত্র: রয়টার্স।