দৈনিক প্রত্যয় ডেস্কঃ ভারতের ত্রিপুরায় ১০ বাংলাদেশি আটক হয়েছেন। তাদের কারও কাছেই ভারতে প্রবেশের বৈধ পাসপোর্ট বা ভিসা ছিল না বলে দাবি করা হয়েছে। শুক্রবার ভারত-বাংলাদেশ সীমান্তের খুব কাছে ত্রিপুরা রাজ্যের জয়পুরের রাজনগর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা দেশে ফিরছিলেন। তাদের বয়স ১৯ থেকে ৩৬ বছরের মধ্যে। তারা প্রত্যেকেই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, সাত মাস আগে অবৈধভাবে আখাউড়া সীমান্ত পেরিয়ে তারা ভারতে প্রবেশ করে। এজন্য দালালদের মাথা পিছু ২ হাজার রুপি দিতে হয়েছিল। ওই দালালের সন্ধান করছে পুলিশ।
ত্রিপুরায় এসে তারা প্রত্যেকেই নির্মাণ সংস্থায় শ্রমিকের কাজ করছিলেন। কিন্তু লকডাউনের কারণে কাজ বন্ধ থাকায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। গতকাল তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
মহম্মদ মাসুদ রানা নামে আটক এক বাংলাদেশি বলেন, দিনমজুরির কাজে যোগ দেওয়ার জন্য সাত মাস আগে ত্রিপুরায় আসি। এখানে বিত্তেরবান বস্তিতে থাকতাম। কিন্তু লকডাউনের কারণে কাজ বন্ধ, তাই আমরা বাংলাদেশে ফিরে যাচ্ছিলাম।
ত্রিপুরা পুলিশের অতিরিক্ত ডিজি (আইন-শৃঙ্খলা) রাজীব সিং জানিয়েছেন, তাদের আদালতে প্রেরণ করা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ডিপিআর/ জাহিরুল মিলন